৩৫০০ 'ভুয়ো' বার্থ সার্টিফিকেট! সরকারি পোর্টালে 'কারসাজি', পাঠানখালি-ইস্যুতে তোলপাড়! পঞ্চায়েত দফতরকে চিঠি লালবাজারের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Fake Birth Certificate: জন্ম-মৃত্যুর শংসাপত্রের সরকারি পোর্টালের সিকিউরিটি আরও জোরদার করতে হবে, এই মর্মেই এবার রাজ্যের পঞ্চায়েত দফতরকে চিঠি দিতে চলেছে লালবাজার। ওটিপি জেনারেট করার প্রয়োজনীয় মোবাইল নম্বর বদল হলেই যাতে নোটিফিকেশন আসে, এমন সিস্টেম করা দরকার বলেই মনে করছে লালবাজার।
advertisement
সূত্রের খবর বর্তমান ব্যবস্থায় অনায়াসেই পোর্টাল লগ-ইন করে বদলে দেওয়া সম্ভব হচ্ছে সিকিউরিটি সিস্টেম, এখানেই বদল চাইছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে একমাত্র পঞ্চায়েত প্রধান নিজের মোবাইল নম্বর দিয়ে ওটিপি জেনারেট করতে পারেন, এই সিস্টেমের অপব্যবহার হয়েছে পাঠানখালি পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধানের নম্বরের বদলে নিজের নম্বর দিয়ে অনায়াসেই ওটিপি জেনারেট করেছেন গৌতম সর্দার। আর তাতেই বড়সড় কারচুপির ইঙ্গিত।
advertisement
কেন সিস্টেমের অপব্যবহার বলছে পুলিশ:
পোর্টেল লগ-ইনের ইউজার ও পাসওয়ার্ড আছে, তার অ্যাকসেস থাকছে সিস্টেমে কর্মরত ব্যক্তির কাছে। যিনি অনায়াসেই শংসাপত্র ইস্যু করার সময় নিজের নম্বর দিয়ে ওটিপি জেনারেট করে নিতে পারেন। যার ফলে পঞ্চায়েত প্রধান অবগত থাকছেন না অনলাইনে তাঁর অজান্তে কত শংসাপত্র তৈরি হচ্ছে।
পোর্টেল লগ-ইনের ইউজার ও পাসওয়ার্ড আছে, তার অ্যাকসেস থাকছে সিস্টেমে কর্মরত ব্যক্তির কাছে। যিনি অনায়াসেই শংসাপত্র ইস্যু করার সময় নিজের নম্বর দিয়ে ওটিপি জেনারেট করে নিতে পারেন। যার ফলে পঞ্চায়েত প্রধান অবগত থাকছেন না অনলাইনে তাঁর অজান্তে কত শংসাপত্র তৈরি হচ্ছে।
advertisement
advertisement
এই সিস্টেমের বদল চাইছে লালবাজার। আরও সিকিউরিটি কড়া করার প্রয়োজন রয়েছে বলেই বার্তা তাদের। এমন সিস্টেম করা প্রয়োজন যাতে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানই ওটিপি জেনারেট করতে পারবেন এবং তাঁর মোবাইলের নম্বর বদলে অন্য কোনও মোবাইল নম্বর দেওয়া হলে তৎক্ষণাৎ যাতে নোটিফিকেশন পান পঞ্চায়েত প্রধান, এই সিস্টেম আনা দরকার। যাতে ভুয়ো শংসাপত্র তৈরি করা বন্ধ করা যাবে। সূত্রের খবর, এমনই সিকিউরিটি সিস্টেম করে পোর্টাল আপডেট করার আবেদন করা হবে লালবাজারের তরফে।
advertisement
advertisement
advertisement
advertisement