শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত নিম্নচাপ, ব্যাপক উত্তাল সমুদ্র, প্রবল বৃষ্টির আশঙ্কা বাংলা-ওড়িশায়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Extreme heavy Rainfall forecast : উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অবস্থান।
advertisement
*উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অবস্থান। এটি আরও শক্তিশালী হবে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। ওড়িশা উপকূল হয়ে ওড়িশার ওপর দিয়ে একটি ছত্তিশগড়ের দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
*দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ওড়িশাতে স বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। মূলত উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল সংলগ্ন জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। দক্ষিণবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
*বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। উত্তরবঙ্গে বৃষ্টি কম হবে। ওপরের দিকের পার জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে কোথাও কোথাও খুব কম মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিনের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও থাকতে পারে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, কোটা, গুনা, জব্বলপুর, পেনরা রোডের পর সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে ওড়িশা উপকূল এবং অন্ধ্র উপকূলের পর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত।ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, কর্ণাটক, কোঙ্কন ও গোয়া-সহ রাজস্থানের কিছু অংশে। প্রতীকী ছবি।