• মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এই দু’টি খাবার বেশ জনপ্রিয় । প্রোটিন সমৃদ্ধ এই দু’টি আমিষ খাবার, স্বল্প আয়ের মানুষও কিনে খেতে পারেন । কিন্তু যে হারে পোলট্রি মুরগি আর পোলট্রির ডিমের দাম বাড়ছে রাজ্যে, তাতে তা আর কতদিন মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে সেটা বলাই কঠিন ।