ধর্মঘটে কোন জেলার কী হাল ? বেরোনোর আগে জানুন এক ক্লিকে...

Last Updated:
1/6
বাম ও কংগ্রেস সমর্থিত ট্রেড ইউনিয়ানগুলির ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া জেলা জুড়ে ৷ এক নজরে সকালবেলায় যা পরিস্থিতি জেলায়, জেলায়- শিলিগুড়ি-  ধর্মঘটীদের মিছিল ৷ সরকারি বাস, স্কুলবাস আটকানোর চেষ্টা ৷ সঙ্গে টোটো ও অটো চলাচলেও বাধা অবরোধকারীদের ৷ এনজেপি গেট বাজার চত্বরে পুলিশের সঙ্গে বচসা ধর্মঘটীদের ৷
বাম ও কংগ্রেস সমর্থিত ট্রেড ইউনিয়ানগুলির ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া জেলা জুড়ে ৷ এক নজরে সকালবেলায় যা পরিস্থিতি জেলায়, জেলায়- শিলিগুড়ি- ধর্মঘটীদের মিছিল ৷ সরকারি বাস, স্কুলবাস আটকানোর চেষ্টা ৷ সঙ্গে টোটো ও অটো চলাচলেও বাধা অবরোধকারীদের ৷ এনজেপি গেট বাজার চত্বরে পুলিশের সঙ্গে বচসা ধর্মঘটীদের ৷
advertisement
2/6
ধূপগুড়ি- মিছিল ধর্মঘটীদের ৷ জোর করে সরকারি বাস থামানো হয় ৷ যার ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধর্মঘটীদের ৷ বানারহাটে রেল অবরোধ বামকর্মীদের ৷
ধূপগুড়ি- মিছিল ধর্মঘটীদের ৷ জোর করে সরকারি বাস থামানো হয় ৷ যার ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধর্মঘটীদের ৷ বানারহাটে রেল অবরোধ বামকর্মীদের ৷
advertisement
3/6
বর্ধমান- ধর্মঘটে অশান্তির ছবি ৷ বর্ধমান শহরে বামেদের মিছিল ৷ কার্জন গেটে ধর্মঘটী-পুলিশ ধস্তাধস্তি ৷ জোর করে গাড়ি থামিয়েছেন ধর্মঘটীরা ৷ গাড়ির হাওয়া খুলে দেন তারা ৷ মেমারিতে অবরোধে ব্যাহত ট্রেন চলাচল ৷
বর্ধমান- ধর্মঘটে অশান্তির ছবি ৷ বর্ধমান শহরে বামেদের মিছিল ৷ কার্জন গেটে ধর্মঘটী-পুলিশ ধস্তাধস্তি ৷ জোর করে গাড়ি থামিয়েছেন ধর্মঘটীরা ৷ গাড়ির হাওয়া খুলে দেন তারা ৷ মেমারিতে অবরোধে ব্যাহত ট্রেন চলাচল ৷
advertisement
4/6
দুর্গাপুর- সব কারখানায় শ্রমিকদের হাজিরা স্বাভাবিক ৷ অন্য দিনের মতোই কারখানায় চলছে কাজ ৷ শহরেও যান চলাচল স্বাভাবিক  ৷ খোলা দোকান-বাজার, খোলা আছে সব স্কুলও ৷
দুর্গাপুর- সব কারখানায় শ্রমিকদের হাজিরা স্বাভাবিক ৷ অন্য দিনের মতোই কারখানায় চলছে কাজ ৷ শহরেও যান চলাচল স্বাভাবিক ৷ খোলা দোকান-বাজার, খোলা আছে সব স্কুলও ৷
advertisement
5/6
হলদিয়া- ধর্মঘটে স্বাভাবিক হলদিয়া শিল্পাঞ্চল ৷ কারখানাগুলিতে শ্রমিকদের হাজিরা স্বাভাবিক ৷ অন্য দিনের মতোই চলছে কাজ ৷ জাহাজ থেকে পণ্য ওঠানামাও স্বাভাবিক ৷ মাখনবাবুর বাজারে গাড়ি আটকানোর চেষ্টা ৷ জোর করে গাড়ি আটকানোর চেষ্টা ধর্মঘটীদের ৷ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে ৷
হলদিয়া- ধর্মঘটে স্বাভাবিক হলদিয়া শিল্পাঞ্চল ৷ কারখানাগুলিতে শ্রমিকদের হাজিরা স্বাভাবিক ৷ অন্য দিনের মতোই চলছে কাজ ৷ জাহাজ থেকে পণ্য ওঠানামাও স্বাভাবিক ৷ মাখনবাবুর বাজারে গাড়ি আটকানোর চেষ্টা ৷ জোর করে গাড়ি আটকানোর চেষ্টা ধর্মঘটীদের ৷ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে ৷
advertisement
6/6
হাওড়া- ব্যাটরায় সংঘর্ষ ৷ বনধ সমর্থকদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ৷
হাওড়া- ব্যাটরায় সংঘর্ষ ৷ বনধ সমর্থকদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ৷
advertisement
advertisement
advertisement