১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ভাগীরথী, কোল্ডফিল্ড-সহ আরও ৭টি স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেন

Last Updated:
এই ট্রেন গুলিতে শুধুমাত্র বসার আসন সংরক্ষিত করেই ট্রেনে ওঠা যাবে । আগামী ২৬ নভেম্বর থেকে এই ট্রেনগুলির বুকিং শুরু হয়ে যাবে ।
1/10
• যাত্রী পরিবহন আরও সুষ্ঠ করতে এবং যাত্রীর চাপ কমাতে ১ ডিসেম্বর থেকে আরও ৭টি স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল । এই ট্রেন গুলিতে শুধুমাত্র বসার আসন সংরক্ষিত করেই ট্রেনে ওটা যাবে । আগামী ২৬ নভেম্বর থেকে এই ট্রেনগুলির বুকিং শুরু হয়ে যাবে । দেখে নেওয়া যাক কোন কোন রুটি নতুন ট্রেন চালানো হবে---
• যাত্রী পরিবহন আরও সুষ্ঠ করতে এবং যাত্রীর চাপ কমাতে ১ ডিসেম্বর থেকে আরও ৭টি স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল । এই ট্রেন গুলিতে শুধুমাত্র বসার আসন সংরক্ষিত করেই ট্রেনে ওটা যাবে । আগামী ২৬ নভেম্বর থেকে এই ট্রেনগুলির বুকিং শুরু হয়ে যাবে । দেখে নেওয়া যাক কোন কোন রুটি নতুন ট্রেন চালানো হবে---
advertisement
2/10
• নতুন ট্রেন গুলি হল ভাগীরথী এক্সপ্রেস, কোল্ডফিল্ড এক্সপ্রেস, মুম্বই মেল ভায়া এলাহাবাদ, শিয়ালদা-সাহারসা, মালদা টাউন-কিউল, ভাগলপুর-রাঁচি এবং শিয়ালদা-সাহারসা এক্সট্রা স্পেশ্যাল। তবে কোনও কোনও ক্ষেত্রে এই ট্রেনগুলির নাম আলাদা হয়েছে ।
• নতুন ট্রেন গুলি হল ভাগীরথী এক্সপ্রেস, কোল্ডফিল্ড এক্সপ্রেস, মুম্বই মেল ভায়া এলাহাবাদ, শিয়ালদা-সাহারসা, মালদা টাউন-কিউল, ভাগলপুর-রাঁচি এবং শিয়ালদা-সাহারসা এক্সট্রা স্পেশ্যাল। তবে কোনও কোনও ক্ষেত্রে এই ট্রেনগুলির নাম আলাদা হয়েছে ।
advertisement
3/10
• যেমন ভাগীরথী এক্সপ্রেসের রুট ও সময় ধরে চলা ট্রেনটির নাম এখন শিয়ালদা-লালগোলা স্পেশ্যাল । কোল্ডফিল্ড এক্সপ্রেসের সময় ও রুট ধরে চলা ট্রেনটি হাওড়া-ধানবাদ স্পেশ্যাল, মুম্বই মেল ভায়া এলাহাবাদের রুট ধরে চলা হাওড়া-মুম্বই স্পেশ্যাল।
• যেমন ভাগীরথী এক্সপ্রেসের রুট ও সময় ধরে চলা ট্রেনটির নাম এখন শিয়ালদা-লালগোলা স্পেশ্যাল । কোল্ডফিল্ড এক্সপ্রেসের সময় ও রুট ধরে চলা ট্রেনটি হাওড়া-ধানবাদ স্পেশ্যাল, মুম্বই মেল ভায়া এলাহাবাদের রুট ধরে চলা হাওড়া-মুম্বই স্পেশ্যাল।
advertisement
4/10
• শিয়ালদা লালগোলা স্পেশ্যাল ট্রেনটি শিয়ালদা থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টা ২০মিনিটে ছাড়বে। লালগোলায় পৌঁছবে ওইদিনই রাত ১১টায়। ফিরতি পথে লালগোলা থেকে পরদিন ভোর ৫টা ৪০মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছবে সকাল ১০টা ৪০মিনিটে।
• শিয়ালদা লালগোলা স্পেশ্যাল ট্রেনটি শিয়ালদা থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টা ২০মিনিটে ছাড়বে। লালগোলায় পৌঁছবে ওইদিনই রাত ১১টায়। ফিরতি পথে লালগোলা থেকে পরদিন ভোর ৫টা ৪০মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছবে সকাল ১০টা ৪০মিনিটে।
advertisement
5/10
• হাওড়া-মুম্বই সিএসএমটি সুপারফাস্ট ভায়া এলাহাবাদ হাওড়া থেকে প্রতিদিন রাত ১১টা ৩৫মিনিটে ছেড়ে তৃতীয়দিন দুপুর দেড়টায় মুম্বই সিএসএমটি পৌঁছাবে। আবার মুম্বই থেকে সেদিন রাত সোয়া ১০টায় ছেড়ে তৃতীয়দিন সকাল ১১টা ৪০মিনিটে হাওড়ায় পৌঁছাবে ।
• হাওড়া-মুম্বই সিএসএমটি সুপারফাস্ট ভায়া এলাহাবাদ হাওড়া থেকে প্রতিদিন রাত ১১টা ৩৫মিনিটে ছেড়ে তৃতীয়দিন দুপুর দেড়টায় মুম্বই সিএসএমটি পৌঁছাবে। আবার মুম্বই থেকে সেদিন রাত সোয়া ১০টায় ছেড়ে তৃতীয়দিন সকাল ১১টা ৪০মিনিটে হাওড়ায় পৌঁছাবে ।
advertisement
6/10
• হাওড়া ধানবাদ স্পেশ্যাল ট্রেনটি প্রতিদিন বিকেল ৫টা ২০মিনিটে হাওড়া থেকে ছেড়ে ওইদিনই রাত ৯টা ৪০মিনিটে ধানবাদে পৌঁছাবে। আবার ফিরতি পথে পরদিন ভোর ৫টা ৫০মিনিটে ধানবাদ থেকে ছেড়ে ওইদিনই সকাল ১০টা ২৫মিনিটে হাওড়ায় পৌঁছাবে।
• হাওড়া ধানবাদ স্পেশ্যাল ট্রেনটি প্রতিদিন বিকেল ৫টা ২০মিনিটে হাওড়া থেকে ছেড়ে ওইদিনই রাত ৯টা ৪০মিনিটে ধানবাদে পৌঁছাবে। আবার ফিরতি পথে পরদিন ভোর ৫টা ৫০মিনিটে ধানবাদ থেকে ছেড়ে ওইদিনই সকাল ১০টা ২৫মিনিটে হাওড়ায় পৌঁছাবে।
advertisement
7/10
• শিয়ালদহ-সাহারসা স্পেশ্যাল ভায়া পূর্ণিয়া শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৮টা ১০ মিনিটে (মঙ্গল ও বৃহস্পতিবার) । সাহারসায় পৌঁছবে রাত ১২টা বেজে ১৫ মিনিটে । পরের দিন দুপুর ২টো ৫০ মিনিটে (বুধ ও শুক্রবার) সাহারসা থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে ।
• শিয়ালদহ-সাহারসা স্পেশ্যাল ভায়া পূর্ণিয়া শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৮টা ১০ মিনিটে (মঙ্গল ও বৃহস্পতিবার) । সাহারসায় পৌঁছবে রাত ১২টা বেজে ১৫ মিনিটে । পরের দিন দুপুর ২টো ৫০ মিনিটে (বুধ ও শুক্রবার) সাহারসা থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে ।
advertisement
8/10
• শিয়ালদহ-সাহারসা স্পেশ্যাল শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৮টা ১০মিনিটে (মঙ্গল, বৃহস্পতিবার বাদে প্রতিদিন) । পৌঁছবে রাত ১২টা ৪৫ মিনিটে । পরের দিন দুপুর ২টো ১৫ মিনিটে সাহারসা থেকে রওয়ানা হয়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে ।
• শিয়ালদহ-সাহারসা স্পেশ্যাল শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৮টা ১০মিনিটে (মঙ্গল, বৃহস্পতিবার বাদে প্রতিদিন) । পৌঁছবে রাত ১২টা ৪৫ মিনিটে । পরের দিন দুপুর ২টো ১৫ মিনিটে সাহারসা থেকে রওয়ানা হয়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে ।
advertisement
9/10
• মালদহ-কিউল স্পেশ্যাল মালদহ থেকে ছাড়বে ভোর ৫টা ৪০ মিনিটে । কিউল পৌছবে ১২টা ৫০ মিনিটে । কিউল থেকে আবার ছাড়বে দুপুর ২টোয়, পৌঁছবে রাত ৮টা ৫৫ মিনিটে ।
• মালদহ-কিউল স্পেশ্যাল মালদহ থেকে ছাড়বে ভোর ৫টা ৪০ মিনিটে । কিউল পৌছবে ১২টা ৫০ মিনিটে । কিউল থেকে আবার ছাড়বে দুপুর ২টোয়, পৌঁছবে রাত ৮টা ৫৫ মিনিটে ।
advertisement
10/10
• ভাগলপুর-রাঁচি স্পেশ্যাল, ভাগলপুর থেকে ছাড়বে সন্ধে ৭টা ৫ মিনিটে । রাঁচি পৌঁছবে পরের দিন সকাল ৮টা ৩০ মিনিটে । আবার রাঁচি থেকে ছাড়বে সন্ধে ৭টা ২০ মিনিটে । ভাগলপুর পৌঁছবে পরেরদিন সকাল ৯টায় ।
• ভাগলপুর-রাঁচি স্পেশ্যাল, ভাগলপুর থেকে ছাড়বে সন্ধে ৭টা ৫ মিনিটে । রাঁচি পৌঁছবে পরের দিন সকাল ৮টা ৩০ মিনিটে । আবার রাঁচি থেকে ছাড়বে সন্ধে ৭টা ২০ মিনিটে । ভাগলপুর পৌঁছবে পরেরদিন সকাল ৯টায় ।
advertisement
advertisement
advertisement