পুজোর আর মোটেই বেশি সময় নেই, দ্বিতীয়াতে জমজমাট দুর্গাপুজো গোটা রাজ্যজুড়েই ৷ সর্বত্র একটি চিত্রই দেখতে পাওয়া গিয়েছে ৷
advertisement
2/4
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই প্রাণের শহরজুড়ে পুজোপুজো গন্ধ যেন মনের মধ্যে আনন্দের সঞ্চার ঘটায় ৷ প্রাণের শহর জুড়েই উৎসব মুখর পরিবেশ ৷ বোসপুকুর শীতলাতলার পুজো মণ্ডপে যেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ৷
advertisement
3/4
আলোর রোশনাই, রঙিন পরিবেশ, আকাশে বাতাসে পুজোর গন্ধ, কাশফুলের মেলা চারিদিকে সঙ্গে শরতের শিউলি বারেবারে বারেবারেই জানান দেয় মা প্রায় এসেছেই গিয়েছেন ৷
advertisement
4/4
পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, পুজো মানেই একরাশ শৈশবের সোনালি দিন ৷ পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, পুজো মানেই একরাশ শৈশবের সোনালি দিন ৷