Durga Puja 2024 Menu for Prisoners: বিরিয়ানি-কষা মাটন-বাসন্তী পোলাও! পুজোয় সন্দীপ-সঞ্জয়দের পাতে থাকবে এলাহি ভোজ, কী কী?

Last Updated:
Durga Puja 2024 Menu for Prisoners: ৯ অক্টোবর ষষ্ঠী থেকে ১২ অক্টোবর দশমী পর্যন্ত নানা ধরনের লোভনীয় সব খাবার পরিবেশন করা হবে বন্দিদের। কেন জানেন?
1/9
দুর্গাপুজোয় বাঙালির এলাহি খানাপিনার ব্যবস্থা করে। পুজোর কটা দিন দারুণ দারুণ সব পদ বাড়ি থেকে রেস্তোরাঁয় আয়োজন করা হয়। আর সেই ভোজের স্বাদ থেকে বাদ যাবেন না রাজ্যের সংশোধনাগারের বন্দিরাও।
দুর্গাপুজোয় বাঙালির এলাহি খানাপিনার ব্যবস্থা করে। পুজোর কটা দিন দারুণ দারুণ সব পদ বাড়ি থেকে রেস্তোরাঁয় আয়োজন করা হয়। আর সেই ভোজের স্বাদ থেকে বাদ যাবেন না রাজ্যের সংশোধনাগারের বন্দিরাও।
advertisement
2/9
কেউ বিচারাধীন বন্দি, কেউ বা সাজাপ্রাপ্ত। সকলের ঠিকানা সংশোধনাগার। কখনও কোনও না কোনও অপরাধের সঙ্গে জড়িয়ে গরাদের পিছনে দিন কাটাচ্ছে তারা। কারও আবার বিচার চলছে। সেই সময়টুকু ঠাঁই নিতে হয়েছে জেলে।
কেউ বিচারাধীন বন্দি, কেউ বা সাজাপ্রাপ্ত। সকলের ঠিকানা সংশোধনাগার। কখনও কোনও না কোনও অপরাধের সঙ্গে জড়িয়ে গরাদের পিছনে দিন কাটাচ্ছে তারা। কারও আবার বিচার চলছে। সেই সময়টুকু ঠাঁই নিতে হয়েছে জেলে।
advertisement
3/9
এই বন্দিদের কাছেও দুর্গাপুজোর ভোজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে জেল কর্তৃপক্ষ। ৯ অক্টোবর ষষ্ঠী থেকে ১২ অক্টোবর দশমী পর্যন্ত নানা ধরনের লোভনীয় সব খাবার পরিবেশন করা হবে বন্দিদের।
এই বন্দিদের কাছেও দুর্গাপুজোর ভোজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে জেল কর্তৃপক্ষ। ৯ অক্টোবর ষষ্ঠী থেকে ১২ অক্টোবর দশমী পর্যন্ত নানা ধরনের লোভনীয় সব খাবার পরিবেশন করা হবে বন্দিদের।
advertisement
4/9
আর সেই তালিকায় রয়েছেন আরজি কর কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত সঞ্জয় রাই থেকে মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর ধৃত সাগরেদরাও।
আর সেই তালিকায় রয়েছেন আরজি কর কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত সঞ্জয় রাই থেকে মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর ধৃত সাগরেদরাও।
advertisement
5/9
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও সংশোধনাগারে রয়েছেন। ফলে তাঁদের পাতেও পড়বে এমনই সব লোভনীয় পদ।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও সংশোধনাগারে রয়েছেন। ফলে তাঁদের পাতেও পড়বে এমনই সব লোভনীয় পদ।
advertisement
6/9
কী কী থাকবে সংশোধনাগারের পুজোর স্পেশ্য়াল মেনুতে? শুনলে মাথা ঘুরে যাবে।
কী কী থাকবে সংশোধনাগারের পুজোর স্পেশ্য়াল মেনুতে? শুনলে মাথা ঘুরে যাবে।
advertisement
7/9
এবছর রাজ্যের সংশোধনাগারগুলিতে একেবারে স্পেশাল মেনু থাকছে। বাঙালির প্রিয় পদগুলির পাশাপাশি বিরিয়ানি, পোলাও-ও পড়বে তাঁদের পাতে।
এবছর রাজ্যের সংশোধনাগারগুলিতে একেবারে স্পেশাল মেনু থাকছে। বাঙালির প্রিয় পদগুলির পাশাপাশি বিরিয়ানি, পোলাও-ও পড়বে তাঁদের পাতে।
advertisement
8/9
শোনা যাচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে পুঁইশাক থেকে শুরু করে আলু-পটল চিংড়ি, কষা মাংস, মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও -- সব থাকছে।
শোনা যাচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে পুঁইশাক থেকে শুরু করে আলু-পটল চিংড়ি, কষা মাংস, মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও -- সব থাকছে।
advertisement
9/9
এমনকী প্রাতরাশের জন্য লুচি-তরকারিও থাকবে জেলবন্দিদের পাতে। কারণ, মাছ-মাংস ছাড়া তো বাঙালির সেরা উৎসবের আনন্দ অপূর্ণ থাকে। তবে এই দিনগুলোয় নিরামিষাশীদের জন্যও আলাদা পদের ব্যবস্থা থাকবে বলে সংশোধনাগার সূত্রে খবর।
এমনকী প্রাতরাশের জন্য লুচি-তরকারিও থাকবে জেলবন্দিদের পাতে। কারণ, মাছ-মাংস ছাড়া তো বাঙালির সেরা উৎসবের আনন্দ অপূর্ণ থাকে। তবে এই দিনগুলোয় নিরামিষাশীদের জন্যও আলাদা পদের ব্যবস্থা থাকবে বলে সংশোধনাগার সূত্রে খবর।
advertisement
advertisement
advertisement