গানের জন্য ভবঘুরে থেকে সেলিব্রিটি, কিন্তু জানেন কীভাবে গান শিখেছেন রাণু ?

Last Updated:
নেহাতই রেলস্টেশনের এক কোণে বসে গান গাইতেন। ভিক্ষা করে কোনওরকমে দিনগুজরান। তাঁর গান একদিন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। তারপর পুরোটাই রূপকথা।
1/5
 এ যেন গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু। কিছু দিন আগে ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে এখন বলিউড। সম্প্রতি হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট রেকর্ড করে ফিরেছেন কলকাতায়।
এ যেন গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু। কিছু দিন আগে ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে এখন বলিউড। সম্প্রতি হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট রেকর্ড করে ফিরেছেন কলকাতায়।
advertisement
2/5
না, তাঁর কোনও প্রথাগত তালিম নেই। নেহাতই রেলস্টেশনের এক কোণে বসে গান গাইতেন। ভিক্ষা করে কোনওরকমে দিনগুজরান। তাঁর গান একদিন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। তারপর পুরোটাই রূপকথা। রেলস্টেশন থেকে সোজা রেকর্ডিং স্টুডিওয়।
না, তাঁর কোনও প্রথাগত তালিম নেই। নেহাতই রেলস্টেশনের এক কোণে বসে গান গাইতেন। ভিক্ষা করে কোনওরকমে দিনগুজরান। তাঁর গান একদিন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। তারপর পুরোটাই রূপকথা। রেলস্টেশন থেকে সোজা রেকর্ডিং স্টুডিওয়।
advertisement
3/5
রাণাঘাটের বেগোপাড়ার বছর ৫৫র রাণু মণ্ডল এখন সেলেব্রিটি। প্রথাগত শিক্ষা ছাড়াই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন রাণু। তবে আজকের রাণুর কাটিয়ে আসা কালটা খুব মসৃণ ছিল না। স্বামী ছেড়ে গেছেন বহুদিন। চার সন্তানের কেউই কাছে থাকা তো দূর যোগাযোগও রাখেন নি। আজ যে গান তাঁকে ভাইরাল করেছে সে গান শেখাও খুব সহজে না। কীভাবে গান শিখেছেন রাণু ?
রাণাঘাটের বেগোপাড়ার বছর ৫৫র রাণু মণ্ডল এখন সেলেব্রিটি। প্রথাগত শিক্ষা ছাড়াই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন রাণু। তবে আজকের রাণুর কাটিয়ে আসা কালটা খুব মসৃণ ছিল না। স্বামী ছেড়ে গেছেন বহুদিন। চার সন্তানের কেউই কাছে থাকা তো দূর যোগাযোগও রাখেন নি। আজ যে গান তাঁকে ভাইরাল করেছে সে গান শেখাও খুব সহজে না। কীভাবে গান শিখেছেন রাণু ?
advertisement
4/5
কোন তালিম ছিল না ৷ গান শুনে নিজে নিজেই গান গাইতেন রাণু ৷  রানাঘাট স্টেশন চত্বরে রাণুর গান শুনেছিলেন অতীন্দ্র চক্রবর্তী৷ আর সেখান থেকেই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে রাণুর ৷
কোন তালিম ছিল না ৷ গান শুনে নিজে নিজেই গান গাইতেন রাণু ৷ রানাঘাট স্টেশন চত্বরে রাণুর গান শুনেছিলেন অতীন্দ্র চক্রবর্তী৷ আর সেখান থেকেই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে রাণুর ৷
advertisement
5/5
গান যে তাঁকে শুধু পরিচয় এনে দিয়েছে এমন নয়। কাছে এনে দিয়েছে সন্তানকে। তবে এর জন্য স্থানীয় ক্লাবের সদস্যদের অবদান কিছু কম নয়। তাঁদের সৌজন্যেই রাণাঘাটের রাণু আজ দেশজুড়ে ভাইরাল। তাঁরাই তো এখন ছোটাছুটি করছেন রাণু মণ্ডলের নাগরিক পরিচয়ের জন্য।
গান যে তাঁকে শুধু পরিচয় এনে দিয়েছে এমন নয়। কাছে এনে দিয়েছে সন্তানকে। তবে এর জন্য স্থানীয় ক্লাবের সদস্যদের অবদান কিছু কম নয়। তাঁদের সৌজন্যেই রাণাঘাটের রাণু আজ দেশজুড়ে ভাইরাল। তাঁরাই তো এখন ছোটাছুটি করছেন রাণু মণ্ডলের নাগরিক পরিচয়ের জন্য।
advertisement
advertisement
advertisement