Direct Metro Service To Airport: কলকাতার উত্তরে থাকুন বা দক্ষিণে- এবার মেট্রো চেপেই সরাসরি চলে যান এয়ারপোর্টে
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debalina Datta
Last Updated:
Direct Metro Service To Airport: পরীক্ষামূলকভাবে আজ থেকে চলবে দুটো মেট্রো
কলকাতা: মেট্রো রেলের যাত্রীদের জন্য একটি দারুণ সুখবর৷ সকালে বা গভীর রাতে দমদম বিমানবন্দরে আগত বিমানযাত্রী এবং অন্যান্য যাত্রীদের সুবিধার জন্য, মেট্রো রেল ১৫.১২.২০২৫ (সোমবার) থেকে পরীক্ষামূলকভাবে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া হয়ে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করছে।
advertisement
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত এই রুটে দুটি সরাসরি মেট্রো পরিষেবা (একটি সকালের ব্যস্ত সময়ে এবং অন্যটি গভীর সন্ধ্যায়) চলাচল করবে। জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে এই দুটি পরিষেবা গ্রহণকারী যাত্রীরা যাঁরা এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহীদ ক্ষুদিরামের মতো জায়গায় যেতে চান, তাঁদের নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদল করতে হবে না।
advertisement
advertisement
advertisement
কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত (অরেঞ্জ লাইন) পরিষেবা এখনও পুরোপুরি শুরু হয়নি। চিংড়িঘাটা মোড়ের জট না-কাটায় এখনও তিন পিলারে লাইন পাতার কাজ বাকি। সেই কাজ মিটলেই কবি সুভাষ থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। বর্তমানে ওই লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। আর বিমানবন্দর থেকে দমদম, এসপ্ল্যানেড বা টালিগঞ্জ পৌঁছোতে হলে যাত্রীদের নোয়াপাড়া থেকে মেট্রো পরিবর্তন করতে হয়। তবে এখন আপাতত দিনে দু’টি মেট্রোয় সরাসরি বিমানবন্দর থেকে কবি সুভাষ পৌঁছে যাওয়া যাবে।
advertisement









