Cyclone Mocha Update: বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হল ! ‘মোকা’-র গতিপথ কোন দিকে? জেনে নিন
- Written by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আজ, বৃহস্পতিবার রাতের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোকা।
advertisement
advertisement
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের আজ, বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ আবহাওয়া দফতরের।কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। জলীয় বাষ্প কমে শুষ্ক আবহাওয়া। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
‘ মোকা’র পরোক্ষ প্রভাব পড়বে এরাজ্যে। ঘূর্ণিঝড় ‘মোকা’ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় মোকা দিক পরিবর্তন করে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে যাবে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলার মৎস্যজীবীদের তাই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
advertisement









