Cyclone Fani: রাজ্যে গত ২৪ ঘণ্টায় স্থানান্তরিত ৫২,২৯৭ জন, ধ্বংস ৭৭১টি বাড়ি

Last Updated:
1/8
আশঙ্কা ছিল ৷ পূর্বাভাস মতো নেওয়া হয়েছিল সতর্কতাও ৷ স্থলভাগে শক্তি হারালেও ফণীর হাত থেকে রেহাই পায়নি রাজ্য photo: News18 Bangla
আশঙ্কা ছিল ৷ পূর্বাভাস মতো নেওয়া হয়েছিল সতর্কতাও ৷ স্থলভাগে শক্তি হারালেও ফণীর হাত থেকে রেহাই পায়নি রাজ্য photo: News18 Bangla
advertisement
2/8
বাংলায় ঢুকে গতি কমলেও দুই ২৪ পরগণার সুন্দরবন এলাকাতে বেশ ক্ষয়ক্ষতি চালাল ফণী। ক্ষতিগ্রস্ত প্রায় ২০০টি কাঁচাবাড়ি, ভেঙে পড়ল প্রায় ৭০টি বাড়ি। রাজ্য জুড়ে ক্ষতিগ্রস্থ মোট ৭৭১ টি বাড়ি ৷ Photo: News 18 Bangla
বাংলায় ঢুকে গতি কমলেও দুই ২৪ পরগণার সুন্দরবন এলাকাতে বেশ ক্ষয়ক্ষতি চালাল ফণী। ক্ষতিগ্রস্ত প্রায় ২০০টি কাঁচাবাড়ি, ভেঙে পড়ল প্রায় ৭০টি বাড়ি। রাজ্য জুড়ে ক্ষতিগ্রস্থ মোট ৭৭১ টি বাড়ি ৷ Photo: News 18 Bangla
advertisement
3/8
ঘূর্ণিঝড়ে উড়ে গেল নামখানা স্টেশনের শেড। আহত বেশ কয়েকজন। ফণীর জেরে রায়মঙ্গল বাঁধে ফাটল। প্লাবনের আতঙ্কে বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ।
ঘূর্ণিঝড়ে উড়ে গেল নামখানা স্টেশনের শেড। আহত বেশ কয়েকজন। ফণীর জেরে রায়মঙ্গল বাঁধে ফাটল। প্লাবনের আতঙ্কে বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ।
advertisement
4/8
রাজ্যে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৯২ মিমি
রাজ্যে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৯২ মিমি
advertisement
5/8
ফণীর তাণ্ডবের আশঙ্কায় ১৩১টি গ্রাম পঞ্চায়েত থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৫২,২৯৭ জনকে ৷ তৈরি করা হয় ৭২৩টি রেসকিউ সেন্টার ৷
ফণীর তাণ্ডবের আশঙ্কায় ১৩১টি গ্রাম পঞ্চায়েত থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৫২,২৯৭ জনকে ৷ তৈরি করা হয় ৭২৩টি রেসকিউ সেন্টার ৷
advertisement
6/8
ফণীর কারণে সেরকম কোনও ক্ষয়ক্ষতি না হলেও গাছ পড়ে যাওয়ার কারণে বিভিন্ন এলাকায় ট্রাফিক সমস্যা তৈরি হয়েছে ৷ তবে রাস্তা পরিষ্কার করতে দ্রুত গাছ সরানোর কাজ করছে পুরসভা ৷ photo: News18 Bangla
ফণীর কারণে সেরকম কোনও ক্ষয়ক্ষতি না হলেও গাছ পড়ে যাওয়ার কারণে বিভিন্ন এলাকায় ট্রাফিক সমস্যা তৈরি হয়েছে ৷ তবে রাস্তা পরিষ্কার করতে দ্রুত গাছ সরানোর কাজ করছে পুরসভা ৷ photo: News18 Bangla
advertisement
7/8
অন্যদিকে, বিদ্যুৎহীন এলাকাগুলিকে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে WBSEDCL Photo of Digha at Fani
অন্যদিকে, বিদ্যুৎহীন এলাকাগুলিকে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে WBSEDCL Photo of Digha at Fani
advertisement
8/8
বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে ফণী থেকে পশ্চিমবঙ্গের আর কোনও আশঙ্কার কারণ নেই ৷ বাকি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য নজর রাখছে প্রশাসন
বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে ফণী থেকে পশ্চিমবঙ্গের আর কোনও আশঙ্কার কারণ নেই ৷ বাকি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য নজর রাখছে প্রশাসন
advertisement
advertisement
advertisement