শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় 'আমফান', আগামী ৪৮ ঘণ্টা প্রবল দুর্যোগের আশঙ্কা
- Published by:Shubhagata Dey
Last Updated:
অতি গভীর নিম্নচাপের জেরে আজ বিকালের পর থেকে রবিবার পর্যন্ত রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস।
advertisement
advertisement
*সুমাত্রা দ্বীপের ঘূর্ণাবর্ত বর্তমানে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। শক্তি বাড়িয়ে সেটি আজকের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে তা মায়ানমার ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে প্রবেশ করবে। উপকূলে প্রবেশ করার সময় গভীর নিম্নচাপের সঙ্গে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*এদিকে উত্তরবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সঙ্গে দক্ষিণ ওড়িশাতেও তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাঁর প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিন সকালে তার জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। নদিয়া এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
*আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল রাতেই জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। আগামী রবিবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে জম্মু-কাশ্মীরে। তার প্রভাবে আগামী কয়েকদিন জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশের উত্তরাখন্ড, লাদাখ এবং পাঞ্জাব-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সংগৃহীত ছবি।