ফের হু হু করে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। বেশ কিছুদিন যাবৎ রাজ্যে সংক্রমণে শীর্ষে ছিল কলকাতা। এবার ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফে কলকাতাকে ছাপিয়ে শীর্ষে উঠে এল উত্তর ২৪ পরগনা। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় (West Bengal) নতুন করে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৮৮৯ জন।
যদিও বুধবারও একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৩০০র বেশি। বৃহস্পতিবার একদিনে কোভিডে মৃত্যু হয়েছে দুজনের। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৮ শতাংশ। এহেন পরিসংখ্যান যথেষ্ট উৎকণ্ঠা বাড়াচ্ছে প্রশাসনের। এদিকে কোভিড বিধি মানায় শিথিলতা দেখা যাচ্ছে এখনও সাধারণ মানুষের মধ্যে। তাই চিকিৎসকদের পরামর্শ, অন্তত মাস্ক পরে সাবধানতা অবলম্বন করুন।