Country Liquor In Bengal: ২৩ টাকাতেই রঙিন বোতল! ৪৯ টি ব্র্যান্ডের 'বাংলা মদ' রাজ্যে, মিলবে শুধুমাত্র এই দোকানগুলিতেই...

Last Updated:
Country Liquor In Bengal: রাজ্যে বিলিতি মদের দাম কমেছে ইতিমধ্যেই। একই সঙ্গে বাজারে এসেছে নতুন মোড়কে বাংলা মদ (Kolkata News)।
1/7
সুরাপ্রেমীদের জন্য সুখবর। কম দামে বাংলা মদ (Country Liquor) নিয়ে এল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের আফগারি দফতর (Excise Department)। রাজ্যে বিলিতি মদের দাম কমেছে ইতিমধ্যেই। একই সঙ্গে বাজারে এসেছে নতুন মোড়কে বাংলা মদ (Country Liquor In Bengal)। চোলাই মদের অবৈধ কারবার রুখতে এ বার সস্তায় একগুচ্ছ ব্র্যান্ডের মদ আনা হয়েছে। বিভিন্ন জেলায় বিভিন্ন সংস্থার সেই সব দিশি মদ পাওয়া যাবে। যাদের নামেও থাকবে অভিনবত্ব।
সুরাপ্রেমীদের জন্য সুখবর। কম দামে বাংলা মদ (Country Liquor) নিয়ে এল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের আফগারি দফতর (Excise Department)। রাজ্যে বিলিতি মদের দাম কমেছে ইতিমধ্যেই। একই সঙ্গে বাজারে এসেছে নতুন মোড়কে বাংলা মদ (Country Liquor In Bengal)। চোলাই মদের অবৈধ কারবার রুখতে এ বার সস্তায় একগুচ্ছ ব্র্যান্ডের মদ আনা হয়েছে। বিভিন্ন জেলায় বিভিন্ন সংস্থার সেই সব দিশি মদ পাওয়া যাবে। যাদের নামেও থাকবে অভিনবত্ব।
advertisement
2/7
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, এই দফায় ৪৯টি ব্র্যান্ডের বাংলা মদ  (Country Liquor In Bengal) পাওয়া যাবে যেগুলির ৩০০ মিলিলিটারের বোতলের দাম ২৩ টাকা থেকে ৩০ টাকার মধ্যে। সবচেয়ে সস্তা ২৩ টাকায় পাওয়া যাবে ‘গ্যালাক্সি জোশ’ ব্র্যান্ডের বাংলা। বেশ কিছু ব্র্যান্ডের মদ সস্তায় বাজারে আনা হয়েছে ইতিমধ্যেই।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, এই দফায় ৪৯টি ব্র্যান্ডের বাংলা মদ  (Country Liquor In Bengal) পাওয়া যাবে যেগুলির ৩০০ মিলিলিটারের বোতলের দাম ২৩ টাকা থেকে ৩০ টাকার মধ্যে। সবচেয়ে সস্তা ২৩ টাকায় পাওয়া যাবে ‘গ্যালাক্সি জোশ’ ব্র্যান্ডের বাংলা। বেশ কিছু ব্র্যান্ডের মদ সস্তায় বাজারে আনা হয়েছে ইতিমধ্যেই।
advertisement
3/7
সূত্রের খবর, খুব শীঘ্রই মহুয়ার গন্ধ মেশানো দেশি মদও  (Country Liquor In Bengal) আনতে চলেছে আবগারি দফতর (Excise Department)। কারণ, অনেক সময় উত্তরবঙ্গে কিংবা পশ্চিমের জেলাগুলিতে বেড়াতে গিয়ে মানুষজন মহুয়ার খোঁজ করে থাকেন।
সূত্রের খবর, খুব শীঘ্রই মহুয়ার গন্ধ মেশানো দেশি মদও  (Country Liquor In Bengal) আনতে চলেছে আবগারি দফতর (Excise Department)। কারণ, অনেক সময় উত্তরবঙ্গে কিংবা পশ্চিমের জেলাগুলিতে বেড়াতে গিয়ে মানুষজন মহুয়ার খোঁজ করে থাকেন।
advertisement
4/7
সেই কারণেই এই পরিকল্পনা নিয়েছে আফগারি দফতর। আফগারি দফতর জানিয়েছে, ২০২০-র শীতে মহুয়ার গন্ধযুক্ত বাংলা মদ আনার পরিকল্পনা করলেও, তা হাইকোর্টের মামলার কারণে আটকে যায়।
সেই কারণেই এই পরিকল্পনা নিয়েছে আফগারি দফতর। আফগারি দফতর জানিয়েছে, ২০২০-র শীতে মহুয়ার গন্ধযুক্ত বাংলা মদ আনার পরিকল্পনা করলেও, তা হাইকোর্টের মামলার কারণে আটকে যায়।
advertisement
5/7
আবগারি দফতর (Excise Department) সূত্রে জানা গিয়েছে, ২০০ মিলির দাম পাউচ প্যাকে ২০ টাকা দাম রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, এবার তা প্লাস্টিকের বোতলে ৩০ টাকা করে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যই তা পাওয়া যাবে সরকারী অনুমোদন প্রাপ্ত দোকানেই। এই ধরনের মদের নাম রাখা হয়েছে মহুল।
আবগারি দফতর (Excise Department) সূত্রে জানা গিয়েছে, ২০০ মিলির দাম পাউচ প্যাকে ২০ টাকা দাম রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, এবার তা প্লাস্টিকের বোতলে ৩০ টাকা করে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যই তা পাওয়া যাবে সরকারী অনুমোদন প্রাপ্ত দোকানেই। এই ধরনের মদের নাম রাখা হয়েছে মহুল।
advertisement
6/7
আবগারি দফতরের (Excise Department) দাবি, এর ফলে রাজ্য বেআইনি চোলাই মদের ব্যবসা কমানো যাবে। চোলাই মদে বিষক্রিয়ার মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনা থেকেও রেহাই পাওয়া যাবে।
আবগারি দফতরের (Excise Department) দাবি, এর ফলে রাজ্য বেআইনি চোলাই মদের ব্যবসা কমানো যাবে। চোলাই মদে বিষক্রিয়ার মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনা থেকেও রেহাই পাওয়া যাবে।
advertisement
7/7
চোলাই মদের কারবার ঠেকাতে দাম নিয়ন্ত্রণ যে সবার আগে দরকার, তা বুঝেই আবগারি দফতর ৬০ ডিগ্রির বদলে ৭০ ডিগ্রির মদ আনার পরিকল্পনা করে। সেই সঙ্গে দিশি মদকে আকর্ষণীয় করে তুলতে মহুয়া ও অন্যান্য গন্ধ যোগ করার পরিকল্পনা করা হয়। সেই মতোই মঙ্গলবার থেকে চালু হয়েছে সস্তার এই ৪৯টি ব্র্যান্ডের বাংলা মদ।
চোলাই মদের কারবার ঠেকাতে দাম নিয়ন্ত্রণ যে সবার আগে দরকার, তা বুঝেই আবগারি দফতর ৬০ ডিগ্রির বদলে ৭০ ডিগ্রির মদ আনার পরিকল্পনা করে। সেই সঙ্গে দিশি মদকে আকর্ষণীয় করে তুলতে মহুয়া ও অন্যান্য গন্ধ যোগ করার পরিকল্পনা করা হয়। সেই মতোই মঙ্গলবার থেকে চালু হয়েছে সস্তার এই ৪৯টি ব্র্যান্ডের বাংলা মদ।
advertisement
advertisement
advertisement