করোনার ভ্যাকসিনের আগমণ ঘিরে বিমানবন্দরে ছিল সাজো সাজো রব৷ আগে থেকেই তৈরি রাখা হয়েছিল দু'টি ইনস্যুলেটেড ভ্যান৷ সেই ভ্যানে করেই সরাসরি বাগবাজারে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়৷ যানজটের কারণে যাতে দেরি না হয়, সেই জন্য পুলিশের পাইলট কারেরও ব্যবস্থা করা হয়েছিল৷(Info-Avijit Chanda, Photo-Anup Chakraborty)