Kaushani Mukherjee : ৩৬ লক্ষ টাকার BMW, প্রায় কোটির ঋণের বোঝা! নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী কৌশানি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বুধবার প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন পেশ করলেন কৌশানী মুখোপাধ্যায়।
advertisement
তৃণমূলের আরেক তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ঋণের বোঝা দেখে চোখ কপালে উঠেছিল অনেকের। এবার দেখা গেল সেই নিরিখে সতীর্থ সায়ন্তিকাকে পিছনে ফেলে দিয়েছেন তৃণমূলের আরেক তারকা প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী কৌশানি। রাজনীতিতে নবাগতা হয়েও ভোটে লড়ার টিকিট পেয়ে গিয়েছেন তিনি।
advertisement
advertisement
গয়না-গাটিও কিছু কম নেই কৌশানির। দেখা যাচ্ছে ৫৬ গ্রাম সোনা রয়েছে অভিনেত্রীর যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫২ হাজার টাকা। এছাড়া ৩৬ লক্ষ টাকার একটি বিএমডব্লিউ গাড়িও রয়েছে তাঁর। তবে সম্পত্তির পাশাপাশি অভিনেত্রীর ঋণের বোঝাও কিন্তু আকাশছোঁয়া। জানা গিয়েছে, ব্যাঙ্কে প্রায় ৮১ লক্ষ টাকার ঋণ রয়েছে কৌশানির।
advertisement
বুধবার প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন পেশ করলেন কৌশানী মুখোপাধ্যায়। তার আগে গণেশ মন্দিরে গিয়ে পুজো দিলেন তৃণমূলের তারকা প্রার্থী। জানালেন তিনি বরাবরি ধার্মিক। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে এবার কৌশানীর প্রতিদ্বন্দ্বী মুকুল রায়। তবে বিজেপি প্রার্থীকে নিয়ে একেবারেই চিন্তিত নন কৌশানী। জানিয়েছেন এবারে খেলা হবে এবং তিনি একশ গোলে জিতবেন।