সোমবার থেকে বাড়তি মেট্রো অরেঞ্জ লাইনে... ৬০টির পরিবর্তে ৬২টি মেট্রো! জেনে নিন সময়

Last Updated:
কবি সুভাষ থেকে বেলেঘাটা সকাল ৮টার পরিবর্তে সকাল ৭.৪০-এ। বেলেঘাটা থেকে কবি সুভাষ সকাল ৭.৫৫-এর পরিবর্তে সকাল ৮.১০-এ ।
1/5
বেলেঘাটা থেকে কবি সুভাষ রুটে অর্থাৎ অরেঞ্জ লাইনে শুরু হতে চলেছে সিবিটিসি বা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমে মেট্রো চলাচল। আজ সোমবার থেকেই অরেঞ্জ লাইনে শুরু হবে এই পদ্ধতি। শুধু তাই নয়, পরবর্তী সপ্তাহের প্রথমদিন থেকে ৬০টির পরিবর্তে ৬২টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
বেলেঘাটা থেকে কবি সুভাষ রুটে অর্থাৎ অরেঞ্জ লাইনে শুরু হতে চলেছে সিবিটিসি বা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমে মেট্রো চলাচল। আজ সোমবার থেকেই অরেঞ্জ লাইনে শুরু হবে এই পদ্ধতি। শুধু তাই নয়, পরবর্তী সপ্তাহের প্রথমদিন থেকে ৬০টির পরিবর্তে ৬২টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
advertisement
2/5
প্রথম পরিষেবা: কবি সুভাষ থেকে বেলেঘাটা সকাল ৮টার পরিবর্তে সকাল ৭.৪০-এ। বেলেঘাটা থেকে কবি সুভাষ সকাল ৭.৫৫-এর পরিবর্তে সকাল ৮.১০-এ ।
প্রথম পরিষেবা: কবি সুভাষ থেকে বেলেঘাটা সকাল ৮টার পরিবর্তে সকাল ৭.৪০-এ। বেলেঘাটা থেকে কবি সুভাষ সকাল ৭.৫৫-এর পরিবর্তে সকাল ৮.১০-এ।
advertisement
3/5
শেষ পরিষেবা: কবি সুভাষ থেকে বেলেঘাটা ৭.০৫-এর পরিবর্তে রাত ৮.২০-তে। বেলেঘাটা থেকে কবি সুভাষ ৮.০৫-এর পরিবর্তে ৮.৪৫-এ চলবে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে সোমবার থেকে কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল (CBTC) ব্যবস্থা চালু হতে চলেছে।
শেষ পরিষেবা: কবি সুভাষ থেকে বেলেঘাটা ৭.০৫-এর পরিবর্তে রাত ৮.২০-তে। বেলেঘাটা থেকে কবি সুভাষ ৮.০৫-এর পরিবর্তে ৮.৪৫-এ চলবে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে সোমবার থেকে কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল (CBTC) ব্যবস্থা চালু হতে চলেছে।
advertisement
4/5
সিবিটিসি ব্যবস্থার মাধ্যমে মেট্রো রেলগুলি একে অপরের থেকে কম দূরত্বে চলতে পারবে, যার ফলে পরিষেবার ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে।
সিবিটিসি ব্যবস্থার মাধ্যমে মেট্রো রেলগুলি একে অপরের থেকে কম দূরত্বে চলতে পারবে, যার ফলে পরিষেবার ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে।
advertisement
5/5
এমনিতেই এই অংশে যাত্রী কম হওয়ার অভিযোগ থাকে। মেট্রো চাইছে পরিষেবা বাড়িয়ে যাত্রী টানতে।
এমনিতেই এই অংশে যাত্রী কম হওয়ার অভিযোগ থাকে। মেট্রো চাইছে পরিষেবা বাড়িয়ে যাত্রী টানতে।
advertisement
advertisement
advertisement