বিজেপির ডাকা বাংলা বনধে (Bangla Bandh) তেমন কোন প্রভাব পড়ল না কলকাতায়। শহরের বেহালা, আলিপুর সহ বিভিন্ন জায়গায় বাজারঘাট ও যান চলাচল স্বাভাবিক। হাওড়া এবং সংলগ্ন এলাকায় বন্ধের কোনও প্রভাব পড়েনি। ট্রেন চলাচল স্বাভাবিক। চলছে সরকারি ও বেসরকারি বাস। বিজেপির ডাকা বাংলা বন্ধে কোনো প্রভাব পড়লো না হাওড়া শহরে | হাওড়া স্টেশন, হাওড়া বাসস্ট্যান্ড হাওড়া ব্রিজ যান চলাচল স্বাভাবিক।
বিজেপির ডাকা বাংলা বন্ধের কোন প্রভাবই পড়লো না আসানসোল শিল্পাঞ্চলে । চলছে সমস্ত ধরনের বাস , খোলা স্কুল, দোকান । টহল দিচ্ছে পুলিশ।
বিজেপির ডাকা বাংলা বনধে এখনো পর্যন্ত আংশিক প্রভাব মালদহে। রাস্তায় নেমেছে সরকারি বাস। দৈনন্দিন সবজি বাজারও খোলা। অটো, টোটো, রিক্সার মত যানবাহন রাস্তায় নেমেছে। তবে বেসরকারি বাস সেভাবে চোখে পড়েনি।
বিজেপি'র ডাকা বনধের আংশিক প্রভাব পুরুলিয়ায়, খোলা দোকান পাট। সবজির বাজার, চলছে সরকারি বাস। তবে এদিন রাস্তায় নামেনি বেসরকারি বাস। হুগলিতে রেল অবরোধ করে বিজেপি। শিলিগুড়িতে বিজেপির ডাকা বনধের এখনো পর্যন্ত মিশ্র সাড়া। সরকার, বেসরকারী বাস চলাচল স্বাভাবিক। চলছে টোটো, অটো, রিকশ। স্কুল বাসও স্বাভাবিক। গোলমালের মোকাবিলায় শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন