Kolkata Liquor Shops Closed | Bangla News: কলকাতায় ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান ও পানশালা, কেন জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সেপ্টেম্বরের শেষে ও অক্টোবরের শুরুতে কলকাতায় পাঁচদিন বন্ধ থাকবে মদের দোকান (Kolkata Liquor Shops Closed | Bangla News)। (Bhawanipur By Polls)
সেপ্টেম্বরের শেষে ও অক্টোবরের শুরুতে কলকাতায় পাঁচদিন বন্ধ থাকবে মদের দোকান (Kolkata Liquor Shops Closed | Bangla News)। লতি মাসের ২৮ সেপ্টেম্বর থেকে তিন দিন এবং পরের মাসের দু'দিন-- সব মিলিয়ে মোট পাঁচ দিন শহরে মদ কেনাবেচা বন্ধ থাকবে বলে জানিয়েছে আবগারি দফতর (Kolkata Liquor Shops Closed | Bangla News)।
advertisement
স্বাভাবিক ভাবেই এই খবর সুরাপ্রেমিকদের জন্য দুঃখের। এই পাঁচদিন দোকান বন্ধ থাকার কারণ, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন (Bhawanipur By Polls) রয়েছে (Kolkata Liquor Shops Closed | Bangla News)। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে শহরের সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের আবগারি দফতর।
advertisement
এর জেরে লকডাউনের পর ফের লোকসানের আশঙ্কায় সুরা ব্যবসায়ীরা। মাথায় হাত সুরারসিকদেরও। একটি বিজ্ঞপ্তি জারি করে আবগারি দফতর জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ উপনির্বাচনের দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কলকাতায় সমস্ত মদের দোকান বা পানশালা বন্ধ রাখতে হবে। এমনকি হোটেল-রেস্তোরাঁতেও মদ বিক্রি করা যাবে না।
advertisement
advertisement
advertisement
advertisement