Bhaiphota Bazar|| ভাইফোঁটার বাজার আগুন! কত দাম খাসি-চিংড়ি-ইলিশের? রইল আজকের বাজারদর

Last Updated:
Bhaiphota Market Price: দামের ঝাঁঝে শীতের আমেজেও বিন্দু বিন্দু ঘাম জমছে মধ্যবিত্তের কপালে। মাছ থেকে সবজি, মাংস থেকে মিষ্টি, ফল বেড়েছে সবকিছুর দাম।
1/9
*ভাইফোঁটার সকালে বাজার আগুন। দামের ঝাঁঝে শীতের আমেজেও বিন্দু বিন্দু ঘাম জমছে মধ্যবিত্তের কপালে। মাছ থেকে সবজি, মাংস থেকে মিষ্টি, ফল বেড়েছে সবকিছুর দাম। কিন্তু এমন বিশেষ দিন কি আর রোজ রোজ আসে! তাই অনেকে পকেটের কথা ভুলে বাজার করছেন। আবার অনেকেই বাজারে গিয়ে চড়া দাম দেখে মেনু পরিবর্তনের পরিকল্পনা করে ফেলেছেন।
*ভাইফোঁটার সকালে বাজার আগুন। দামের ঝাঁঝে শীতের আমেজেও বিন্দু বিন্দু ঘাম জমছে মধ্যবিত্তের কপালে। মাছ থেকে সবজি, মাংস থেকে মিষ্টি, ফল বেড়েছে সবকিছুর দাম। কিন্তু এমন বিশেষ দিন কি আর রোজ রোজ আসে! তাই অনেকে পকেটের কথা ভুলে বাজার করছেন। আবার অনেকেই বাজারে গিয়ে চড়া দাম দেখে মেনু পরিবর্তনের পরিকল্পনা করে ফেলেছেন।
advertisement
2/9
*আজ মানিকতলা বাজারে দেড় কিলো ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে। এক কিলো ওজনের ইলিশ আবার ১০০০-১২০০ টাকা কেজি। তার থেকে ছোট ওজনের মাছও রয়েছে। দাম কিছুটা কম।
*আজ মানিকতলা বাজারে দেড় কিলো ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে। এক কিলো ওজনের ইলিশ আবার ১০০০-১২০০ টাকা কেজি। তার থেকে ছোট ওজনের মাছও রয়েছে। দাম কিছুটা কম।
advertisement
3/9
*ভেটকি মাছ ৬০০ টাকা। তপসে ৮০০ টাকা। পাবদা ৬০০ টাকা কেজি।পারশে বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। গলদা চিংড়ি ৮০০ টাকা। পমফ্রেট ৭০০ টাকা কিলো। চিতলের কিলো ৬০০ টাকা।
*ভেটকি মাছ ৬০০ টাকা। তপসে ৮০০ টাকা। পাবদা ৬০০ টাকা কেজি।পারশে বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। গলদা চিংড়ি ৮০০ টাকা। পমফ্রেট ৭০০ টাকা কিলো। চিতলের কিলো ৬০০ টাকা।
advertisement
4/9
*যে মাছ বাঙালি বাড়িতে সবথেকে বেশি রান্না হয়, দাম বেড়েছে সেই রুই কাতলারও।  টাটকা রুই মাছ এক কেজি ওজনের বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি প্রতি। কাতলা ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত ওজন অনুযায়ী।
*যে মাছ বাঙালি বাড়িতে সবথেকে বেশি রান্না হয়, দাম বেড়েছে সেই রুই কাতলারও।  টাটকা রুই মাছ এক কেজি ওজনের বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি প্রতি। কাতলা ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত ওজন অনুযায়ী।
advertisement
5/9
*খাসির মাংস কেজি ৭৮০ থেকে থেকে বেড়ে হয়েছে ৮০০ টাকা। তবে দাম কমেছে মুরগির মাংসের। ২০০ টাকা হয়েছে মুরগির মাংসের দাম কমে হয়েছে ১৯০ টাকা।
*খাসির মাংস কেজি ৭৮০ থেকে থেকে বেড়ে হয়েছে ৮০০ টাকা। তবে দাম কমেছে মুরগির মাংসের। ২০০ টাকা হয়েছে মুরগির মাংসের দাম কমে হয়েছে ১৯০ টাকা।
advertisement
6/9
*মানিকতলা বাজারে ভাইফোঁটার বাজার করছলেন মহুয়া মল্লিক। তাঁর কথায়, "একদিনই তো ভাইরা আসেন, তাই যে দামই হোক কম্প্রোমাইজ করি না।' বাজার করছিলেন গীতশ্রী সরকারও। তিনি বলেন, "ভাইদের প্রতিবছর ফিশ ফ্রাই খাওয়াই। তাই ভেটকির ফিলে করে নিয়ে যাচ্ছি। দাম হলে আর কি করা যাবে? বাজেট ফেল করছে।"
*মানিকতলা বাজারে ভাইফোঁটার বাজার করছলেন মহুয়া মল্লিক। তাঁর কথায়, "একদিনই তো ভাইরা আসেন, তাই যে দামই হোক কম্প্রোমাইজ করি না।' বাজার করছিলেন গীতশ্রী সরকারও। তিনি বলেন, "ভাইদের প্রতিবছর ফিশ ফ্রাই খাওয়াই। তাই ভেটকির ফিলে করে নিয়ে যাচ্ছি। দাম হলে আর কি করা যাবে? বাজেট ফেল করছে।"
advertisement
7/9
*শুধু মাছ বা মাংস নয়, সবজির দামও আকাশ ছোঁয়া। দাম বেড়েছে নিত্যদিনের সব সবজির। কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি প্রতি। বেগুন ৬০ টাকা কেজি। পটল ৬০-৮০ টাকা কেজি। উচ্ছে ৬০-৮০ টাকা।
*শুধু মাছ বা মাংস নয়, সবজির দামও আকাশ ছোঁয়া। দাম বেড়েছে নিত্যদিনের সব সবজির। কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি প্রতি। বেগুন ৬০ টাকা কেজি। পটল ৬০-৮০ টাকা কেজি। উচ্ছে ৬০-৮০ টাকা।
advertisement
8/9
*এঁচোড় ১৫০-২৫০ টাকা কিলো প্রতি। ক্যাপসিকাম ১৫০ টাকা কিলো। বিনস ১৫০ টাকা। গাজর ৮০ টাকা। সিম ১২০ টাকা কেজি। ঝিঙ্গে ৬০ টাকা। মুলো ৬০ টাকা। ফুলকপি ২০-৩০ টাকা। কুমড়ো ৩০-৪০ টাকা। পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।
*এঁচোড় ১৫০-২৫০ টাকা কিলো প্রতি। ক্যাপসিকাম ১৫০ টাকা কিলো। বিনস ১৫০ টাকা। গাজর ৮০ টাকা। সিম ১২০ টাকা কেজি। ঝিঙ্গে ৬০ টাকা। মুলো ৬০ টাকা। ফুলকপি ২০-৩০ টাকা। কুমড়ো ৩০-৪০ টাকা। পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।
advertisement
9/9
*চন্দ্রমুখী আলু ৪০ টাকা। জ্যোতি আলু ৩০ টাকা। পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা। রসুন ১০০ টাকা। আদা ১৬০ টাকা।
*চন্দ্রমুখী আলু ৪০ টাকা। জ্যোতি আলু ৩০ টাকা। পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা। রসুন ১০০ টাকা। আদা ১৬০ টাকা।
advertisement
advertisement
advertisement