পুজোর আগে বঙ্গে এখন বড় 'ইভেন্ট' নির্বাচন। বলা ভালো, ভবানীপুর উপনির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন ভবানীপুর থেকে। আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে সিপিআইএমের প্রার্থী (Bhabanipur By Election Cpim Candidate) কোনও হেভিওয়েট নন। বরং নিজেকে তিনি বলেন বাম মনোভাবাপন্ন। পেশায় তিনি আইনজীবী। নাম শ্রীজীব বিশ্বাস (Srijeeb Biswas)। হলফনামায় নিজের সম্পত্তির হিসেবও দিয়েছেন শ্রীজীব।
হলফনামা অনুযায়ী, ভবানীপুর উপনির্বাচনের বাম প্রার্থীর (Bhabanipur By Election Cpim Candidate) মোট সম্পত্তির পরিমাণ ৩২ লক্ষ ১০ হাজার ৮৪০ টাকা ৫২ পয়সা। তাঁর চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রয়েছে। তবে স্থাবর সম্পত্তি বলতে কিছু নেই শ্রীজীবের। কিছু দেনাও রয়েছে। একটি ব্যাঙ্ক থেকে মোট ৩ লক্ষ ৭১ হাজার ৫৪ টাকার ঋণ রয়েছে তাঁর।
ভবানীপুরের বাম প্রার্থীর কোনও চাষযোগ্য জমি বা অন্য কোনও জমিজমা, এমনকী নিজস্ব কোন বাড়ি নেই। তবে তাঁর একটি টাটা নেক্সন গাড়ি রয়েছে। গাড়িটির মূল্য প্রায় ৮ লক্ষ ৭৪ হাজার টাকা। সিপিএমের আইনজীবী এই তরুণ প্রার্থী ২০১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হয়েছিলেন। তারপর থেকে আইনজীবী পেশাকেই বেছে নেন তিনি। প্রথম বার ভোটে দাঁড়িয়ে কতটা সাফল্য পাবেন এই আইনজীবী প্রার্থী, তা সময়ই বলবে।