আমফানের স্মৃতি এখনও তাজা৷ মুছে যায়নি ইয়াসের ভয়ঙ্কর মুহূর্তগুলো৷ এরই মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। রবিবার অর্থাৎ ৭ মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ আরও ঘনীভূত হবে সোমবার। এরপর এই সিস্টেম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে, যার অভিমুখ থাকবে উত্তরে। মঙ্গলবার অর্থাৎ ৯ই মে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। ভারতের মৌসম ভবন সিস্টেমের উপর নজর রাখলেও এখনও তার গতিপথ সুনিশ্চিত নয়।
কেমন হবে এর অভিমুখ? বিভিন্ন আন্তর্জাতিক মডেল অনুসারে, প্রাথমিকভাবে উত্তরমুখী হয়ে এই ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। ১০ অথবা ১১ই মে এটি গতিপথ পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে এর অভিমুখ হয়ে এটি আরও শক্তিশালী হবে। যা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করা হচ্ছে। এর অভিমুখ দক্ষিণ পূর্ব বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল হওয়ার সম্ভাবনা৷
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দুর্যোগপূর্ণ আবহাওয়ায শুরু হতে পারে রবিবার থেকেই৷ নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আন্দামানেও। রবিবার থেকে মঙ্গলবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জে। সঙ্গে বইবে
তুমুল হাওয়া৷ সোমবার যার গতিবেগ ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।