

দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরোধিতায় আগামী ১৫ এবং ১৬ মার্চ গোটা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ৯টি ব্যাঙ্ক কর্মী সংগঠনের যৌথ মঞ্চ৷ Info-Abir Ghosal


১৫ এবং ১৬ মার্চ সোম এবং মঙ্গলবার৷ তার আগে ১৩ এবং ১৪ তারিখ মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার হওয়ায় টানা চার দিন দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷Info-Abir Ghosal


এ দিন হায়দ্রাবাদে ব্যাঙ্ক কর্মী সংগঠনের যৌথ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷Info-Abir Ghosal


কেন্দ্রীয় বাজেট ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে৷ এই সিদ্ধান্ত কোনওমতেই মানতে রাজি নয় ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি৷Info-Abir Ghosal


এর পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে এলআইসি-র বিলগ্নিকরণ, বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ এফডিআই-এর সিদ্ধান্তেরও প্রতিবাদ করছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি৷Info-Abir Ghosal