Bangladesh News: 'অপারেশন সিঁদুরের' পরই পট পরিবর্তন! ভারত নাকি পাকিস্তান, কার দিকে বাংলাদেশ? বিজ্ঞপ্তিতে যা বলল ঢাকা...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: পাকিস্তানে ভারতের হামলার পরই খোলাখুলি সমর্থন করেছে ইজরায়েল। আমেরিকা উত্তেজনা কমানোর কথা বলেছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও আর্থিক পদক্ষেপ করেছে ভারত। যার জেরে পাকিস্তানও তার আকাশসীমায় ভারতীয় বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল আগেই। এরই মধ্যে ভারত মঙ্গলবার রাতে 'অপারেশন সিঁদুর' চালিয়ে পাকিস্তানের বহু জঙ্গি শিবির ধ্বংস করেছে ভারত। এরপর থেকে শুধুমাত্র ভারত নয়, অন্যান্য দেশের বিভিন্ন উড়ান সংস্থার বিমানও বেশ কিছুদিন ধরে পাকিস্তানের আকাশ এড়িয়ে চলছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আর ভারত পাকিস্তান সংঘাতের আবহে বিরাট ধস নেমেছে বাংলাদেশের শেয়ার বাজারে। ভারত-পাক দুই পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের জামাতে ইসলামির মতো একাধিক মৌলবাদী সংগঠনও। বুধবার সকাল থেকেই ঢাকায় শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে তার ব্যাপক পতন শুরু হয়। এদিন শেয়ার বাজার খোলার প্রথম ৫ মিনিটের মধ্যে প্রধান সূচক ৫০ পয়েন্টের বেশি পড়ে যায়। বাজার খোলার মাত্র ১০ মিনিটের মধ্যে তা পড়ে যায় ৭০ পয়েন্ট। সেই পতনের ধারা অব্যাহত থাকে।
advertisement
লেনদেনের শুরুতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে। অন্যদিকে, দর কমেছে ৩৩৪টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর। বিশ্লেষকরা বলছেন, ভারত–পাকিস্তান যুদ্ধের খবরে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলেই বাজারে এই পতন। কারণ আঞ্চলিক অস্থিরতা অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে। যার ফলে বিনিয়োগকারীদের সর্তক হয়ে যান।
advertisement