পাশে নেই ছেলে, ৮৭ বছর বয়সে প্রথম জন্মদিন পালন, কেক-ফুল নিয়ে হাজির পুলিশ
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
একটি বড় চকলেট কেক, মোমবাতি ও পুষ্পস্তবক। বৃদ্ধাশ্রমে পৌঁছে সেখানকার আবাসিকদের সঙ্গে নিয়ে পালন করা হয় তাঁর জন্মদিন। নিজে হাতে মোমবাতি নিভিয়ে কেক কাটেন বৃদ্ধা।
১৫ জন ভাইবোনের মধ্যে তিনি ১৩ তম। বয়স ৮৭ বছর। এতদিনে কেউ তাঁর জন্মদিন পালন করেনি। এত ভাইবোনের পরিবারে থাকায় কোনও দিন সুযোগ হয়নি জন্মদিন পালনের। তবে প্রত্যেক বছর ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন। কিন্তু মায়ের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা কোনওদিন করেনি ছেলে। উল্টে ছেলে তাঁকে ছুঁড়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। ছবি ও তথ্য- সুজয় পাল
advertisement
advertisement
কলকাতার বউবাজার থানা এলাকার বাসিন্দা মে মল্লিকের জন্মদিন ছিল গত ১৯ মে। শহরের বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য কলকাতা পুলিশের 'প্রণাম' প্রকল্পের তিনি সদস্যা। 'প্রণামে'র প্রত্যেক সদস্যের জন্মদিন যেমন নিয়ম করে পালন করা হয়। সেই মতোই মে মল্লিকের ছেলের বয়সী কয়েকজন পুলিশকর্মী তাঁর জন্মদিন অন্যভাবে পালন করার উদ্যোগ নেন। ছবি ও তথ্য- সুজয় পাল
advertisement
শেক্সপিয়ার সরণি এলাকার যে বৃদ্ধাশ্রমে তিনি থাকেন, সেখানে পৌঁছে যায় বউবাজার থানার অফিসারেরা। সঙ্গে একটি বড় চকলেট কেক, মোমবাতি ও পুষ্পস্তবক। বৃদ্ধাশ্রমে পৌঁছে সেখানকার আবাসিকদের সঙ্গে নিয়ে পালন করা হয় তাঁর জন্মদিন। নিজে হাতে মোমবাতি নিভিয়ে কেক কাটেন বৃদ্ধা। তাতে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। ছবি ও তথ্য- সুজয় পাল
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বউবাজার এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার ছেলে বছর তিনেক আগে বিবাহ বিচ্ছেদের পর অন্যত্র বিয়ে করে চলে যায়। বাড়িতে ওই ছেলের বউয়ের সঙ্গে ছিলেন তিনি। পরবর্তীতে ছেলের বউ তাঁর সম্পত্তি দখল করে বাড়িছাড়া করে বলে অভিযোগ। তারপরই তার ঠাঁই হয় শেক্সপিয়ার সরণির একটি বৃদ্ধাশ্রমে। পরিবার-পরিজন কেউ পাশে না থাকায় বৃদ্ধাশ্রমে ঠাঁই হলেও, জীবনে প্রথম পুলিশের উদ্যোগে তাঁর জন্মদিন পালন করা হল। এখন পুলিশই পরিবার মে মল্লিকের কাছে। ছবি ও তথ্য- সুজয় পাল