কলকাতার ৬৬ টি পরীক্ষা কেন্দ্রে NEET প্রস্তুতি তুঙ্গে, কী কী নিয়ম মানতে হবে দেখে নিন
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা হবে। অনলাইনে যেহেতু এই পরীক্ষা হবে না এবং ছাত্র ছাত্রীদের পেপার-পেনে পরীক্ষা দিতে হবে তাই ক্লাসরুমে এই পরীক্ষা হবে। আর তার জন্যই একাধিক সুরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র।
রবিবার রয়েছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট। শুক্রবার রাজ্য জুড়ে লকডাউন রয়েছে। শনিবার লকডাউন অবশ্য তুলে নিয়েছেন পরীক্ষার্থীদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যদিও পরীক্ষা কেন্দ্র গুলো শনিবার পর্যন্ত অপেক্ষা করতে চায় না।আর তাই বৃহস্পতিবারই কলকাতার ৬৬ টি পরীক্ষা কেন্দ্রে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
ন্যাশনাল টেস্টিং এজেন্সির গাইডলাইন মেনে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র কিভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন তার সঙ্গে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ক্লাস রুম গুলো কিভাবে স্যানিটাইজ করা হচ্ছে তা নিয়ে আলোচনা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি নিয়ে নেওয়া হল। রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা হবে। অনলাইনে যেহেতু এই পরীক্ষা হবে না এবং ছাত্র ছাত্রীদের পেপার-পেনে পরীক্ষা দিতে হবে তাই ক্লাসরুমে এই পরীক্ষা হবে। আর তার জন্যই একাধিক সুরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার ডিপিএস রুবি পার্ক স্কুলে গিয়ে দেখা গেল স্কুল চত্বরে স্যানিটাইজ করা হচ্ছে। শুধু তাই নয় স্কুলের ভেতরে বিভিন্ন অংশ এমনকি ক্লাসরুম গুলিও স্যানিটাইজ হচ্ছে। ছাত্রছাত্রীরা যে চেয়ারে বসে পরীক্ষা দেবেন এবং যে টেবিলে উত্তরপত্র রাখবেন প্রত্যেকটি জায়গাই স্যানিটাইজার দিয়ে মোছার কাজ চলছে। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
ন্যাশনাল টেস্টিং এজেন্সির গাইডলাইন মোতাবেক প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে রাখতে হবে নির্দিষ্ট আইসোলেশন রুম। সেইমতো দক্ষিণ কলকাতার এই বেসরকারি স্কুলে ও নির্দিষ্ট আইসোলেশন রুম রাখা হয়েছে। যদি কোন ছাত্র ছাত্রীর তাপমাত্রা ৯৯.৪ ডিগ্রি তাপমাত্রার ওপরে হয় তাহলে আইসোলেশন রুমে বসে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির গাইডলাইন মোতাবেক ছাত্র-ছাত্রীদের বসার মধ্যে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সেই মোতাবেক এক একটি ক্লাস রুমে ৪০ জন ছাত্রছাত্রীর বদলে ১২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবেন। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
সুরক্ষা বিধি মোতাবেক ছাত্রদের জন্য নির্দিষ্ট ঘর এবং ছাত্রীদের জন্য নির্দিষ্ট ঘরের ব্যবস্থা করা হয়েছে বসে পরীক্ষা দেওয়ার জন্য। দুপুর দুটো থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ১১ টার পর থেকেই ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি গাইডলাইন মোতাবেক ছাত্র-ছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন তখন তাদেরকে পরীক্ষা কেন্দ্র থেকেই মাস্ক দেওয়া হবে যে মাস্ক পরেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবেন। বাড়ি থেকে যে মাস্ক পড়ে ছাত্রছাত্রীরা আসবেন সেই মাস্ক পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই খুলে নিতে হবে। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এই বেসরকারি স্কুলের মতো একাধিক পরীক্ষাকেন্দ্র ঠিক এভাবেই চূড়ান্ত প্রস্তুতি সেরে রাখছে।শুক্রবার যেহেতু লকডাউন রয়েছে এবং তার পরে শনিবার মাত্র একটা দিন হাতে সময় থাকবে তাই এই সময়ের মধ্যে মধ্যে স্কুলে কর্মচারীদের নিয়ে এসে এই ধরনের কাজ কার্যত অসম্ভব বলেই দাবি করছেন স্কুল কর্তৃপক্ষ। রবিবার পরীক্ষা শুরুর আগে স্যানিটাইজেশন এর কাজ করা কার্যত এক প্রকার অসম্ভব। আর তার জেরেই বৃহস্পতিবারই কার্যত চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখল পরীক্ষা কেন্দ্রগুলো। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়