দিনের বেলায় প্রচণ্ড গরমে আর রাত্রে পারাপতন ৷ দিন ও রাতের তাপমাত্রার বিস্তর ফারাক যা রীতিমত চোখে পড়ার মত ৷ তাপমাত্রার তারমত্যে কখনও রোদ উঠছে তো কখনও বৃষ্টি পড়ছে ৷ ছবি সংগৃহীত ৷
2/ 5
আগামী কয়েকদিনের মধ্যে সাইক্লোন ধেয়ে আসতে পারে দেশের বেশ কিছু প্রান্তে ৷ নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টিপাতের ৷ হতে পারে নতুন করে নিম্নচাপ ৷ ছবি সংগৃহীত ৷
3/ 5
তবে এর মাঝেই স্বস্তির নিঃশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আজ থেকেই বর্ষাকাল পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে এই বছরের মত ৷ ছবি সংগৃহীত ৷
4/ 5
হাতেগোণা বেশ কয়েকটি দিন ঠিক তারপরেই মহালয়া, আর মহালয়া মানেই পুজোর ঢাকে কাঠি ৷ তবে পুজোতে কি ভাসবে কলকাতা ? চিন্তায় সবাই ৷ পুজোর আয়োজক থেকে অগণিত দর্শনার্থী ৷ ছবি সংগৃহীত ৷
5/ 5
আগেই হাওয়া অফিস জানিয়েছিল পুজোয় নিম্নচাপের ফলে হতে পারে বৃষ্টিপাত ৷ ভাসতে পারে রাজ্য ! ছবি সংগৃহীত ৷