AC Local Train: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য পুজোর আগে আরও দু'টি নতুন রুটে এসি লোকাল শুরু, রুট-সময়সূচি জানুন

Last Updated:
Air Condition Local Train: পুজোর আগে আরও দু'টি নতুন রুটে এসি লোকাল শুরু হওয়ার পাশাপাশি আরও দু'টি ভিন্নরূপে নতুন ট্রেন চালু হচ্ছে। কোন স্টেশনে চালু নতুন এসি লোকাল?
1/8
পুজোর আগে আরও দু'টি নতুন রুটে এসি লোকাল শুরু হওয়ার পাশাপাশি আরও দু'টি ভিন্নরূপে নতুন ট্রেন চালু হচ্ছে।
পুজোর আগে আরও দু'টি নতুন রুটে এসি লোকাল শুরু হওয়ার পাশাপাশি আরও দু'টি ভিন্নরূপে নতুন ট্রেন চালু হচ্ছে।
advertisement
2/8
১) বিধাননগর থেকে কল্যাণী- দমদম স্টেশনের ভিড় সামাল দিতে প্রত্যেকদিন বিধান নগরে ১৯:২৮ থেকে কল্যাণীর উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে।
১) বিধাননগর থেকে কল্যাণী- দমদম স্টেশনের ভিড় সামাল দিতে প্রত্যেকদিন বিধান নগরে ১৯:২৮ থেকে কল্যাণীর উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে।
advertisement
3/8
পৌঁছবে ২০:৩৬ মিনিটে। আবার সেই ট্রেনটাই কল্যাণী থেকে ২০: ৫২ মিনিটে ছেড়ে ২২:১৯ মিনিটে শিয়ালদহ পৌঁছবে
পৌঁছবে ২০:৩৬ মিনিটে। আবার সেই ট্রেনটাই কল্যাণী থেকে ২০: ৫২ মিনিটে ছেড়ে ২২:১৯ মিনিটে শিয়ালদহ পৌঁছবে
advertisement
4/8
২)  বারাসাত থেকে হাসনাবাদ- প্রত্যেকদিন ১২:১৫ মিনিটে ছাড়বে হাসনাবাদ পৌঁছবে ১৩:৩৮ । আবার হাসনাবাদ থেকে ছাড়বে ১৩:৫৫ মিনিটে, বারাসাত পৌছবে ১৫:২৫ মিনিটে।
২) বারাসাত থেকে হাসনাবাদ- প্রত্যেকদিন ১২:১৫ মিনিটে ছাড়বে হাসনাবাদ পৌঁছবে ১৩:৩৮ । আবার হাসনাবাদ থেকে ছাড়বে ১৩:৫৫ মিনিটে, বারাসাত পৌছবে ১৫:২৫ মিনিটে।
advertisement
5/8
এছাড়াও দমদম স্টেশনের ভিড় সামাল দিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। ‌ যাতে দমদমের ভিড় কিছুটা ক্যান্টনমেন্ট স্টেশনে নিয়ে যাওয়া যায়।
এছাড়াও দমদম স্টেশনের ভিড় সামাল দিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। ‌ যাতে দমদমের ভিড় কিছুটা ক্যান্টনমেন্ট স্টেশনে নিয়ে যাওয়া যায়।
advertisement
6/8
সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দেখার জন্য বেরোন সাধারণ মানুষজন। লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড়ও হয় পুজোর দিনগুলিতে।
সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দেখার জন্য বেরোন সাধারণ মানুষজন। লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড়ও হয় পুজোর দিনগুলিতে।
advertisement
7/8
নতুন দু'টি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত মাসেই শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে।
নতুন দু'টি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত মাসেই শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে।
advertisement
8/8
যাত্রীরা যাতায়াতও করছে ওই ট্রেনে। আগামী দিনে অন্যান্য শাখাতেও এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে। (রিপোর্টার-- ঈরণ রায় বর্মণ)
যাত্রীরা যাতায়াতও করছে ওই ট্রেনে। আগামী দিনে অন্যান্য শাখাতেও এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে। (রিপোর্টার-- ঈরণ রায় বর্মণ)
advertisement
advertisement
advertisement