Dev Deepavali 2021 in Kolkata|| গঙ্গার ঘাটে জ্বলল ২১ হাজার প্রদীপ, দেব দীপাবলিতে কলকাতার যেন এক টুকরো বেনারস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Dev Deepavali celebrated in Kolkata: ব্রহ্মার বর অনুযায়ী, কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে যখন তিনটি দুর্গ আকাশপথে ঘুরতে ঘুরতে এক জায়গায় আসে, তখন একটি মাত্র তীর ছুড়ে তা অসুর-সহ ধ্বংস করে দেন শিব! ত্রিপুরবিজয়ের এই আনন্দে দীপ জ্বালিয়ে উল্লাসে মত্ত হয়েছিলেন দেবতারা, তাই এই উৎসব দেব দীপাবলী নামে পরিচিত।
*নিমতলা বিসর্জন ঘাট থেকে আহিরিটোলা ঘাট। মোট ২১ হাজার প্রদীপ। সকাল থেকেই চলেছে প্রস্তুতি। ঘাট পরিষ্কার করা, প্রদীপ সাজানো, প্রদীপে তেল দেওয়া। সন্ধ্যা হতেই গঙ্গা আরতি। এরপরেই প্রদীপ প্রজ্জ্বোলন। হাজার হাজার প্রদীপ জ্বলে উঠতেই বদলে গেল ঘাটের পরিবেশ। শুক্রবার সন্ধ্যায় দেব দীপাবলি উপলক্ষ্যে পূণ্যার্থীদের পাশাপাশি প্রচুর দর্শকও হাজির হয়েছিল ঘাট চত্বরে। উপস্থিত হয়েছিলেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ও মন্ত্রী শশী পাঁজা।
advertisement
advertisement
*কথিত আছে, দেব দীপাবলীর অনুষঙ্গে সবার প্রথমে দ্বারস্থ হতে হয় ভারতীয় পুরাণকথার। যা আমাদের জানায় তিন অসুরভ্রাতা এবং তাঁদের ত্রিপুর নামে সুরক্ষিত তিন দুর্গের কথা। বলা হয়, এই তিন ভাই ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তিন অভেদ্য এবং চলমান দুর্গ লাভ করেছিলেন। বিমানের মতো এই দুর্গ নিয়ে তাঁরা ভ্রমণ করতেন বিশ্বের যে কোনও প্রান্তে, তাঁদের অত্যাচারে পর্যুদস্ত হয়ে উঠত সৃষ্টি। এই সমস্যার প্রতিকারে দেবতারা শিবের দ্বারস্থ হন।
advertisement
advertisement
*তবে অন্য আরেকটা বিষয় কলকাতাবাসীর কাছে এই উৎসব আকর্ষণের কারণ বেনারস। নিমতলা ঘাটে আরতি দেখতে আসা এক দর্শক স্বপন রায় বলেন, "বেনারসে খুব সুন্দর গঙ্গা আরতি হয়। কিন্তু সবার পক্ষে সেখানে গিয়ে দেখা সম্ভব নয়। কিন্তু কলকাতায় এরকম গঙ্গা আরতি দেখা সত্যিই খুব আনন্দের বিষয়।" আর এক জন দর্শক, সাধন দাসের কথায়, "ছবিতে বেনারসের গঙ্গা আরতি অনেক দেখেছি। খুব সুন্দর। কিন্তু সামনে থেকে দেখা হয়নি। কলকাতার মধ্যে এরকম একটা জিনিস দেখলাম। উদ্যোক্তাদের ধন্যবাদ।"