শেষ হচ্ছে 'বিষ' বছর || চোখের জলে ফিরে দেখা যাদের হারালাম...

Last Updated:
বিষাক্ত একটা বছর শেষ হচ্ছে। পাওয়া না পাওয়ার হিসেব করতে বসে সকলেরই মনে হচ্ছে, প্রাপ্তিযোগ শূণ্য। হৃদয়ের ভাঁড়ার কেবল খালি হয়ে গিয়েছে, স্বজন হারিয়েছে কত জন। এই দশকের অন্যান্য বছরগুলিতে আমরা এভাবে হারাইনি প্রিয়জনদের। ফিরে দেখি তাঁদের, না পাওয়ার পথ বেয়ে যাঁরা চলে গিয়েছেন অজানিতের অন্ধকারে।
1/11
গত ১৫ নভেম্বর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তাঁর মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হলো এক যুগের ৷ শুধু সিনেমা নয়, সাহিত্য, রাজনীতি, কবিতা সব ক্ষেত্রেই ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫৷
গত ১৫ নভেম্বর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তাঁর মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হলো এক যুগের ৷ শুধু সিনেমা নয়, সাহিত্য, রাজনীতি, কবিতা সব ক্ষেত্রেই ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫৷
advertisement
2/11
৩১ অগস্ট, ৮৪ বছর বয়সে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি (২০১২-২০১৭), ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় সকলকে ছেড়ে চলে যান। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
৩১ অগস্ট, ৮৪ বছর বয়সে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি (২০১২-২০১৭), ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় সকলকে ছেড়ে চলে যান। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
advertisement
3/11
গত ২০ মার্চ ৮৩ বছর বয়সে মৃত্যু হয় প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের। স্নায়ুর সমস্যা নিয়ে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন তিনি।
গত ২০ মার্চ ৮৩ বছর বয়সে মৃত্যু হয় প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের। স্নায়ুর সমস্যা নিয়ে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন তিনি।
advertisement
4/11
খেলার মাঠে জুটি ছিলেন পিকে-চুনী। পিকের মৃ্ত্যুর এক মাসের মধ্যে, ৩০ এপ্রিল আমাদের ছেড়ে চলে যান সুবিমল (‌চুনী)‌ গোস্বামীও।
খেলার মাঠে জুটি ছিলেন পিকে-চুনী। পিকের মৃ্ত্যুর এক মাসের মধ্যে, ৩০ এপ্রিল আমাদের ছেড়ে চলে যান সুবিমল (‌চুনী)‌ গোস্বামীও।
advertisement
5/11
২৯ সেপ্টেম্বর ৬১ বছর বয়সে চলে যান তাপস পাল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভেন্টিলেশনে ছিলেন। সেরেও উঠছিলেন কিন্তু কলকাতায় আসার পথে তাঁর মৃত্যু হয়।
২৯ সেপ্টেম্বর ৬১ বছর বয়সে চলে যান তাপস পাল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভেন্টিলেশনে ছিলেন। সেরেও উঠছিলেন কিন্তু কলকাতায় আসার পথে তাঁর মৃত্যু হয়।
advertisement
6/11
এ বছর আমাদের ছেড়ে গিয়েছেন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের আরেক প্রিয়মুখ সন্তু মুখোপাধ্যায়।
এ বছর আমাদের ছেড়ে গিয়েছেন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের আরেক প্রিয়মুখ সন্তু মুখোপাধ্যায়।
advertisement
7/11
এ বছর আমরা হারিয়েছি বাসু চট্টোপাধ্য়ায়কেও। ৯৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন সারা আকাশ, পিয়া কে ঘর খ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায়।
এ বছর আমরা হারিয়েছি বাসু চট্টোপাধ্য়ায়কেও। ৯৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন সারা আকাশ, পিয়া কে ঘর খ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায়।
advertisement
8/11
 এ বছর নিঃস্ব হলো বাংলা সংস্কৃতিজগত, শূন্য হল বাংলা কবিতার বাহুডোর। চিরঘুমের দেশে চললেন কিংবদন্তি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। জার্মানিতে নিজস্ব বাসভবনে ৬ অক্টোবর মৃত্যু হয় অলোকরঞ্জন দাশগুপ্তর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন কবি। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
এ বছর নিঃস্ব হলো বাংলা সংস্কৃতিজগত, শূন্য হল বাংলা কবিতার বাহুডোর। চিরঘুমের দেশে চললেন কিংবদন্তি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। জার্মানিতে নিজস্ব বাসভবনে ৬ অক্টোবর মৃত্যু হয় অলোকরঞ্জন দাশগুপ্তর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন কবি। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
advertisement
9/11
২৪ জুলাই ১৯৫৭, মৃত্যু হয় শর্বরী দত্তের। বাঙালি ফ্যাশান জগতের আইকন হয়ে উঠেছিলেন তিনি।
২৪ জুলাই ১৯৫৭, মৃত্যু হয় শর্বরী দত্তের। বাঙালি ফ্যাশান জগতের আইকন হয়ে উঠেছিলেন তিনি।
advertisement
10/11
এ বছর আমরা হারিয়েছি সুধীর চক্রবর্তীকে। লোকসংস্কৃতির কিংবদন্তি গবেষক সুধীর চক্রবর্তী লোকসংস্কৃতির অভিজ্ঞানকে বাঙালির আঙিনায় নিয়ে এসেছিলেন।
এ বছর আমরা হারিয়েছি সুধীর চক্রবর্তীকে। লোকসংস্কৃতির কিংবদন্তি গবেষক সুধীর চক্রবর্তী লোকসংস্কৃতির অভিজ্ঞানকে বাঙালির আঙিনায় নিয়ে এসেছিলেন।
advertisement
11/11
এ বছর ২৭ জুন, ১০১ বছর বয়সে প্রয়াত হন প্রবাদপ্রতিম নৃত্যশিল্পী অমলাশঙ্করকেও।
এ বছর ২৭ জুন, ১০১ বছর বয়সে প্রয়াত হন প্রবাদপ্রতিম নৃত্যশিল্পী অমলাশঙ্করকেও।
advertisement
advertisement
advertisement