Resume Writing Tips: ভুল করেও বায়োডেটায় লিখবেন না এই ৫ জিনিস, হাত থেকে ফসকে যাবে জরুরি চাকরি

Last Updated:
Resume Writing Tips: ভাল চাকরি পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বায়োডেটার জন্য। আসুন জেনে নেওয়া যাক সিভি তৈরির সময় কোন টিপস মাথায় রাখা উচিত।
1/8
ভাল চাকরি পেতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বায়োডেটা বা রেসিউমে। সিভি বানানোর সময় খেয়াল রাখতে হবে, যেন এমন কোনও ভুল না হয় যাতে সেটির আকর্ষণ কমে যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ভাল চাকরি পেতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বায়োডেটা বা রেসিউমে। সিভি বানানোর সময় খেয়াল রাখতে হবে, যেন এমন কোনও ভুল না হয় যাতে সেটির আকর্ষণ কমে যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
ভাল চাকরি পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বায়োডেটার জন্য। আসুন জেনে নেওয়া যাক সিভি তৈরির সময় কোন টিপস মাথায় রাখা উচিত।
ভাল চাকরি পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বায়োডেটার জন্য। আসুন জেনে নেওয়া যাক সিভি তৈরির সময় কোন টিপস মাথায় রাখা উচিত।
advertisement
3/8
যে কোনও কোম্পানির এইচআর কিন্তু সবার আগে আপনার বায়োডেটা দেখবেন। ফলে সেখানে কোনও ভুল করা যাবে না। সিভি বা বায়োডেটাকে যে ভাবেই হোক আকর্ষণীয় করে তুলতে হবে। বায়োডেটা দেখেই নিয়োগকারী সংস্থা আপনার সম্বন্ধে একটা ধারণা করতে পারে।
যে কোনও কোম্পানির এইচআর কিন্তু সবার আগে আপনার বায়োডেটা দেখবেন। ফলে সেখানে কোনও ভুল করা যাবে না। সিভি বা বায়োডেটাকে যে ভাবেই হোক আকর্ষণীয় করে তুলতে হবে। বায়োডেটা দেখেই নিয়োগকারী সংস্থা আপনার সম্বন্ধে একটা ধারণা করতে পারে।
advertisement
4/8
গুগলের শিকাগো ভিত্তিক একজন বর্ষীয়ান নিয়োগকারী এরিকা রিভেরা টিকটকে কয়েকটি টিপস শেয়ার করেছেন। তাঁকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, তিনি হাজার হাজার ওয়েবসাইট খতিয়ে দেখেছেন যে সকলে নিজেদের জীবনের প্রচুর অবাঞ্ছিত তথ্য বায়োডেটায় উল্লেখ করে।
গুগলের শিকাগো ভিত্তিক একজন বর্ষীয়ান নিয়োগকারী এরিকা রিভেরা টিকটকে কয়েকটি টিপস শেয়ার করেছেন। তাঁকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, তিনি হাজার হাজার ওয়েবসাইট খতিয়ে দেখেছেন যে সকলে নিজেদের জীবনের প্রচুর অবাঞ্ছিত তথ্য বায়োডেটায় উল্লেখ করে।
advertisement
5/8
তাঁর টিপস, তিনি চান না সকলে বায়োডেটায় নিজের বাড়ির পুরো ঠিকানা লিখুক। শুধুমাত্র শহর ও রাজ্যের নাম উল্লেখ করলেই হবে। নিজের পূর্ববর্তী কাজের সম্পূর্ণ ইতিহাসও না দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
তাঁর টিপস, তিনি চান না সকলে বায়োডেটায় নিজের বাড়ির পুরো ঠিকানা লিখুক। শুধুমাত্র শহর ও রাজ্যের নাম উল্লেখ করলেই হবে। নিজের পূর্ববর্তী কাজের সম্পূর্ণ ইতিহাসও না দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
advertisement
6/8
তিনি বলেন, ‘এর পরে আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলি। আপনি আপনার পেশাগত কেরিয়ার শুরু করার পর থেকে আমাদের আপনার সম্পূর্ণ কাজের ইতিহাসের প্রয়োজন নেই। আপনি যে ভূমিকার জন্য আবেদন করেছেন তার জন্য আপনার অনুসন্ধান এবং সারসংকলনকে উপযোগী করে তোলার জন্য আমাদের যা ফোকাস করতে হবে।’
তিনি বলেন, ‘এর পরে আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলি। আপনি আপনার পেশাগত কেরিয়ার শুরু করার পর থেকে আমাদের আপনার সম্পূর্ণ কাজের ইতিহাসের প্রয়োজন নেই। আপনি যে ভূমিকার জন্য আবেদন করেছেন তার জন্য আপনার অনুসন্ধান এবং সারসংকলনকে উপযোগী করে তোলার জন্য আমাদের যা ফোকাস করতে হবে।’
advertisement
7/8
তিনি আরও জানান, 'আমি সাহায্য করেছি'(I Helped) , ‘আমি দায়ী ছিলাম'(I was responsible for) -র মতো দুর্বল অ্যাকশন ক্রিয়ার ব্যবহার বন্ধ করার পরমার্শ দিয়েছেন। জীবনবৃত্তান্তে নিষ্ক্রিয় ভাষার পরিবর্তে, রিভেরা আবেদনকারীদেরকে সক্রিয় ক্রিয়াপদ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন যেমন-সুবিন্যস্ত, পরিচালিত,বেড়েছে, উৎপাদন হয়েছে' শব্দগুলি ব্যবহার করতে।
তিনি আরও জানান, 'আমি সাহায্য করেছি'(I Helped) , ‘আমি দায়ী ছিলাম'(I was responsible for) -র মতো দুর্বল অ্যাকশন ক্রিয়ার ব্যবহার বন্ধ করার পরমার্শ দিয়েছেন। জীবনবৃত্তান্তে নিষ্ক্রিয় ভাষার পরিবর্তে, রিভেরা আবেদনকারীদেরকে সক্রিয় ক্রিয়াপদ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন যেমন-সুবিন্যস্ত, পরিচালিত,বেড়েছে, উৎপাদন হয়েছে' শব্দগুলি ব্যবহার করতে।
advertisement
8/8
গুগল নিয়োগকারীর মতে, বায়োডেটার শীর্ষে থাকা ‘উদ্দেশ্য’দেওয়াটা যথাযথ নয়। তিনি এই অনুশীলনকে প্রাচীন এবং আজকের সময়ে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
গুগল নিয়োগকারীর মতে, বায়োডেটার শীর্ষে থাকা ‘উদ্দেশ্য’দেওয়াটা যথাযথ নয়। তিনি এই অনুশীলনকে প্রাচীন এবং আজকের সময়ে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement