IAS vs IPS Salary: একবারে IAS পাশ! রিয়ার মাসিক বেতন শুনে আঁতকে উঠবেন, IPS স্বামীর থেকে কি স্ত্রীর উপার্জন বেশি না কম!

Last Updated:
IAS vs IPS Salary: ভারতের সব প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে UPSC সবেচেয় কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেউ হন IAS, কেউ আবার IPS। আইএএস এবং আইপিএস অফিসার দেশের মধ্যে অন্যতম সম্মানীয় ব্যক্তি।
1/12
*ভারতের সব প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে ইউপিএসসি (UPSC) সবেচেয় কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেউ হন আইএএস (IAS), কেউ আবার আইপিএস (IPS)।
*ভারতের সব প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে ইউপিএসসি (UPSC) সবেচেয় কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেউ হন আইএএস (IAS), কেউ আবার আইপিএস (IPS)।
advertisement
2/12
*আইএএস এবং আইপিএস অফিসার দেশের মধ্যে অন্যতম সম্মানীয় ব্যক্তি। আর সেই আইএএস পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল রিয়া ডাবি।
*আইএএস এবং আইপিএস অফিসার দেশের মধ্যে অন্যতম সম্মানীয় ব্যক্তি। আর সেই আইএএস পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল রিয়া ডাবি।
advertisement
3/12
*রিয়ার দিদি টিনা ডাবি UPSC সিভিল সার্ভিসেস ২০১৫-র টপার ছিলেন। ফলাফল ঘোষণা হয় ২০১৬ সালে। ইউপিএসসিতে টিনা ডাবির সাফল্য আরও অনেক কারণে নজির গড়েছিল। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম দলিত মহিলা।
*রিয়ার দিদি টিনা ডাবি UPSC সিভিল সার্ভিসেস ২০১৫-র টপার ছিলেন। ফলাফল ঘোষণা হয় ২০১৬ সালে। ইউপিএসসিতে টিনা ডাবির সাফল্য আরও অনেক কারণে নজির গড়েছিল। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম দলিত মহিলা।
advertisement
4/12
*রিয়া ও টিনা, দুই বোনই দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজে পড়াশোনা করেছেন। দু’জনেই বর্তমানে রাজস্থানে পোস্টিং রয়েছেন। টিনা জয়সলমির জেলার কালেক্টর, রিয়াকে আলওয়ারে পোস্ট করা হয়েছে।
*রিয়া ও টিনা, দুই বোনই দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজে পড়াশোনা করেছেন। দু’জনেই বর্তমানে রাজস্থানে পোস্টিং রয়েছেন। টিনা জয়সলমির জেলার কালেক্টর, রিয়াকে আলওয়ারে পোস্ট করা হয়েছে।
advertisement
5/12
*রিয়ার স্বামী আইপিএস মণীশ কুমার। এই দম্পতি এখন অনেকেরই অনুপ্রেরণা। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, এই দুই সরকারি অফিসারের পদের বেতন কত? অথবা রিয়া কি মণীশের থেকে বেশি উপার্জন করেন নাকি কম?
*রিয়ার স্বামী আইপিএস মণীশ কুমার। এই দম্পতি এখন অনেকেরই অনুপ্রেরণা। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, এই দুই সরকারি অফিসারের পদের বেতন কত? অথবা রিয়া কি মণীশের থেকে বেশি উপার্জন করেন নাকি কম?
advertisement
6/12
*IAS রিয়া ডাবি মহারাষ্ট্র ক্যাডারের IPS অফিসার মণীশকে বিয়ে করেছেন। IAS রিয়া ২০২০ সালে AIR 15 অর্জন করেছেন। মণীশ দিল্লির বাসিন্দা। বি.টেক পড়ার পর সিভিল সার্ভিস করেন।
*IAS রিয়া ডাবি মহারাষ্ট্র ক্যাডারের IPS অফিসার মণীশকে বিয়ে করেছেন। IAS রিয়া ২০২০ সালে AIR 15 অর্জন করেছেন। মণীশ দিল্লির বাসিন্দা। বি.টেক পড়ার পর সিভিল সার্ভিস করেন।
advertisement
7/12
*মণীশ ২০২০ সালের UPSC পরীক্ষায় AIR 581 স্কোর করেছিল। আইএএস রিয়া এবং আইপিএস মণীশ কুমারের প্রথম আলাপ মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে।
*মণীশ ২০২০ সালের UPSC পরীক্ষায় AIR 581 স্কোর করেছিল। আইএএস রিয়া এবং আইপিএস মণীশ কুমারের প্রথম আলাপ মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে।
advertisement
8/12
*ভারতে আইএএস এবং আইপিএস-এর বেতনে মূল বেতনের সঙ্গে অনেক ভাতা যুক্ত হয়। সপ্তম পে কমিশনের নিয়ম অনুসারে, গ্রুপ এ অফিসাররা মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া (HRA), পরিবহন ভাতা (TA)-র মতো আরও অনেক সুবিধা পান।
*ভারতে আইএএস এবং আইপিএস-এর বেতনে মূল বেতনের সঙ্গে অনেক ভাতা যুক্ত হয়। সপ্তম পে কমিশনের নিয়ম অনুসারে, গ্রুপ এ অফিসাররা মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া (HRA), পরিবহন ভাতা (TA)-র মতো আরও অনেক সুবিধা পান।
advertisement
9/12
*আইএএস এবং আইপিএস-এর প্রাথমিক বেতন একই, ৫৬,১০০ টাকা। কিন্তু আইএএস-এর বেতন আইপিএস-এর বেতনের চেয়ে একটু বেশি।
*আইএএস এবং আইপিএস-এর প্রাথমিক বেতন একই, ৫৬,১০০ টাকা। কিন্তু আইএএস-এর বেতন আইপিএস-এর বেতনের চেয়ে একটু বেশি।
advertisement
10/12
*একজন আইপিএস অফিসারের মাসিক বেতন ৫৬,০০০ টাকা থেকে ২,২৫,০০০ টাকা হতে পারে। যেখানে আইএএস অফিসারের মাসিক বেতন হতে পারে ৫৬,১০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা।
*একজন আইপিএস অফিসারের মাসিক বেতন ৫৬,০০০ টাকা থেকে ২,২৫,০০০ টাকা হতে পারে। যেখানে আইএএস অফিসারের মাসিক বেতন হতে পারে ৫৬,১০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা।
advertisement
11/12
*IAS, IPS Rank-এর ভিত্তিতে বেতনের তারতম্য হয়। ৫৬,০০০ টাকা থেকে শুরু করে ২,২৫,০০০ টাকা বা ২,৫০,০০০ টাকা হতে পারে।
*IAS, IPS Rank-এর ভিত্তিতে বেতনের তারতম্য হয়। ৫৬,০০০ টাকা থেকে শুরু করে ২,২৫,০০০ টাকা বা ২,৫০,০০০ টাকা হতে পারে।
advertisement
12/12
*এর বাইরে তাঁরা সিনিয়রটি, র‌্যাঙ্ক, পেস্কেল অনুযায়ী সরকারি বাংলো, রাঁধুনি, সাফাইকর্মী, নিরাপত্তা কর্মী, সরকারের তরফে ফোন, ল্যাপটপ, গাড়ি ও ড্রাইভারও পেয়ে থাকেন।
*এর বাইরে তাঁরা সিনিয়রটি, র‌্যাঙ্ক, পেস্কেল অনুযায়ী সরকারি বাংলো, রাঁধুনি, সাফাইকর্মী, নিরাপত্তা কর্মী, সরকারের তরফে ফোন, ল্যাপটপ, গাড়ি ও ড্রাইভারও পেয়ে থাকেন।
advertisement
advertisement
advertisement