Foreign Jobs: বিদেশে চাকরি করতে চাইছেন? পাসপোর্ট-মার্কশিট থাকলেই হল! এই ৮ দেশ দিচ্ছে দুর্দান্ত সুযোগ!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আসলে চাকরির জন্য বিশ্বের ৮টি দেশ ভিসার সুবিধা দিচ্ছে। এর জন্য অবশ্য পাসপোর্ট আর মার্কশিট থাকলেই যথেষ্ট! প্যাকেজও ভালই দেওয়া হবে। সেই সঙ্গে বিদেশে থিতু হওয়ার সুযোগও অনায়াসে মিলতে পারে।
অনেক মানুষই বিদেশে পড়াশোনা কিংবা চাকরির স্বপ্ন দেখেন। আসলে বিভিন্ন দেশে পাওয়া যায় নানা সুযোগ-সুবিধা। চাকরির ক্ষেত্রে হাতেগরম বেতনও মেলে দেশের তুলনায় অনেকটাই বেশি। ফলে জীবনযাপনের ধারা তো বদলে যায়, সেই সঙ্গে থাকে বিশ্ব ভ্রমণের হাতছানিও। যাঁরা এই মুহূর্তে বিদেশে চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। সেটা কী? জানতে খুব ইচ্ছে করছে তো?
advertisement
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্র: আমেরিকায় বেশির ভাগ চাকরিজীবীদের এইচ১বি ভিসা দেওয়া হয়। আর এর ভিত্তিতে সেখানে কাজ করা সহজ হয়ে যায়। এই ভিসা থাকলে যে কোনও সংস্থায় চাকরি পাওয়া যেতে পারে। এমনকী চাইলে সেখানে পৌঁছেও ইন্টারভিউতে বসতে পারেন। আসলে আমেরিকায় চাকরির প্রথম শর্ত হল এই ভিসা। এটি সেই সমস্ত মানুষদের দেওয়া হয়, যাঁদের স্পেশ্যাল এবিলিটি রয়েছে এবং যাঁরা এই সম্পর্কিত পড়াশোনা করেছেন।
advertisement
advertisement
স্পেন: যাঁদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং স্পেনে বসবাস করার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে, তাঁরা সহজেই এই দেশে চাকরি পেতে পারেন। এর জন্য অবশ্য কোয়ালিফাই করতে হবে আর তাতে ৬ বা তার বেশি নম্বর পাওয়া জরুরি। এখানে চাকরি পাওয়া ও বসবাস করার জন্য বৈধ পাসপোর্ট, EX01 ফর্ম, স্বাস্থ্য বিমা এবং এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
জার্মানি: জার্মানিতে প্রথম ৬ মাসের জন্য ভিসা পাওয়া যায়, তবে সেক্ষেত্রে বয়স ১৮ বছরের বেশি হওয়া আবশ্যক। এছাড়াও কোনও ভারতীয়ের যদি স্নাতক ডিগ্রি, ৫বছরের কাজের অভিজ্ঞতা এবং আর্থিক স্থিতিশীলতা থাকে, তবে তিনি পাসপোর্টের ভিত্তিতে ভিসা পেয়ে যেতে পারবেন। এর পাশাপাশি সাধারণত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, চাকরির কভারিং লেটার, এডুকেশনাল সার্টিফিকেট এবং স্বাস্থ্য বিমারও প্রয়োজন হয়।
advertisement
সংযুক্ত আরব আমিরশাহি: সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথম ৬০, ৯০ অথবা ১২০ দিনের জন্য ভিসা পাওয়া যায়। এখানে কাজের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল বৈজ্ঞানিক, প্রযুক্তিগত অথবা মানবিক ক্ষেত্রে দক্ষতা। যদি সেরা ৫০০টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকে, তবে এখানে সহজেই চাকরি পাওয়া যায়। তবে সেক্ষেত্রে ফিনান্সিয়াল গ্যারান্টি এবং পাসপোর্ট দর্শাতে হবে।