কেন সাদা জুতো পরে ব্যাট করেন বিরাট? নিজেই ফাঁস করলেন ভারত অধিনায়ক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ম্যানচেস্টার সিটি-র ম্যানেজার পেপ গুয়ার্দিওলার সঙ্গে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশন চলাকালীন এই তথ্য ফাঁস করেছেন বিরাট৷
advertisement
advertisement
বিরাট অবশ্য পাল্টা গুয়ার্দিয়ালার কাছে জানতে চান, খেলোয়াড় জীবনে কেন বার বার বিভিন্ন রংয়ের বুট পরচতেন তিনি? জবাবে বিশ্বখ্যাত এই কোচ বলেন, 'আমি যখন খেলতাম তখন সব জুতোই কালো রংয়ের ছিল৷ কিন্তু কালো রংয়ের বুট পাওয়া খুূূব কঠিন ছিল৷ একদিন আমি লাল রংয়ের বুট পরেছিলাম, তা দেখেই আমার মেন্টর এবং শ্রেষ্ঠ ম্যানেজার জোহান ক্রুয়েফ আমাকে কালো রংয়ের বুট পরতে বাধ্য করেন৷
advertisement
advertisement