ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুম্বই ইন্ডিয়ান্সের খেলা পঞ্জাব কিংসের ম্যাচ৷ চেন্নাইয়ের চিপকে হচ্ছে ম্যাচ৷ এই ম্যাচের আগে জসপ্রীত বুমরাহের স্ত্রী আর স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশন একটি দারুণ ছবি শেয়ার করেছেন৷ তাতে আবার তাঁর স্বামী একেবারে প্রেমে ভরিয়ে দিয়েছেন৷ (Jasprit Bumrah, Sanjana Ganesan/Insagram)