IPL 2021: বিয়ের একমাসের মধ্যে আলাদা আলাদা জায়গায় বর-বউ, স্ত্রী ছবি পোস্ট করতেই যা করলেন বুমরাহ

Last Updated:
চারদিকেই শুধু প্রেমের ঘোরাফেরা...
1/5
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুম্বই ইন্ডিয়ান্সের খেলা পঞ্জাব কিংসের ম্যাচ৷ চেন্নাইয়ের চিপকে হচ্ছে ম্যাচ৷ এই ম্যাচের আগে জসপ্রীত বুমরাহের স্ত্রী আর স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশন একটি দারুণ ছবি শেয়ার করেছেন৷ তাতে আবার তাঁর স্বামী একেবারে প্রেমে ভরিয়ে দিয়েছেন৷ (Jasprit Bumrah, Sanjana Ganesan/Insagram)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুম্বই ইন্ডিয়ান্সের খেলা পঞ্জাব কিংসের ম্যাচ৷ চেন্নাইয়ের চিপকে হচ্ছে ম্যাচ৷ এই ম্যাচের আগে জসপ্রীত বুমরাহের স্ত্রী আর স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশন একটি দারুণ ছবি শেয়ার করেছেন৷ তাতে আবার তাঁর স্বামী একেবারে প্রেমে ভরিয়ে দিয়েছেন৷ (Jasprit Bumrah, Sanjana Ganesan/Insagram)
advertisement
2/5
 সঞ্জনা গণেশন নীল ও কালো রঙের ড্রেস পরে রয়েছেন৷ নিজের ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন৷ এই ছবির ক্যাপশনে লিখেছেন- ‘‘আচ্ছি রোশনি পায়ে ফটো লে’’- অর্থাৎ ভালো আলো পেলে ছবি তুলুন৷ সঞ্জনার এই ছবিতে তাঁর পেসার বর দুটি হৃদয় দিয়ে ছবি দিয়েছেন৷ (Sanjana Ganesan/Insagram)
সঞ্জনা গণেশন নীল ও কালো রঙের ড্রেস পরে রয়েছেন৷ নিজের ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন৷ এই ছবির ক্যাপশনে লিখেছেন- ‘‘আচ্ছি রোশনি পায়ে ফটো লে’’- অর্থাৎ ভালো আলো পেলে ছবি তুলুন৷ সঞ্জনার এই ছবিতে তাঁর পেসার বর দুটি হৃদয় দিয়ে ছবি দিয়েছেন৷ (Sanjana Ganesan/Insagram)
advertisement
3/5
১৫ এপ্রিল বিয়ের একমাস পূরণ করেছেন বুমরাহ ও সঞ্জনা৷ সেই সময়েও ছবি পোস্ট করেছিলেন ইন্ডিয়ান ক্রিকেট দলের নতুন হট অ্যান্ড হ্যাপেনিং কাপল৷ তাতে ক্যাপশনে লিখেছিলেন , একমাস ভালোবাসা , হাসি. চুটকি, লম্বা কথা আর শান্তি- আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে বিয়ের এক মাস পার৷   (Jasprit Bumrah/Insagram)
১৫ এপ্রিল বিয়ের একমাস পূরণ করেছেন বুমরাহ ও সঞ্জনা৷ সেই সময়েও ছবি পোস্ট করেছিলেন ইন্ডিয়ান ক্রিকেট দলের নতুন হট অ্যান্ড হ্যাপেনিং কাপল৷ তাতে ক্যাপশনে লিখেছিলেন , একমাস ভালোবাসা , হাসি. চুটকি, লম্বা কথা আর শান্তি- আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে বিয়ের এক মাস পার৷ (Jasprit Bumrah/Insagram)
advertisement
4/5
বিয়ের এক মাস পূর্তিতে কেক কাটার ছবি দিয়েছিলেন দম্পতি৷ তাতে সঞ্জনা লিখেছিলেন স্বামী ও কেক দু‘টিই খুব মিস করছেন তিনি৷ (Sanjana Ganesan/Instagram)
বিয়ের এক মাস পূর্তিতে কেক কাটার ছবি দিয়েছিলেন দম্পতি৷ তাতে সঞ্জনা লিখেছিলেন স্বামী ও কেক দু‘টিই খুব মিস করছেন তিনি৷ (Sanjana Ganesan/Instagram)
advertisement
5/5
জসপ্রীত বুমরাহ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চেন্নাইতে খেলছেন৷ সঞ্জনা স্টার স্পোর্টসের হয়ে কাজ করছেন৷ (Jasprit Bumrah/Insagram)
জসপ্রীত বুমরাহ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চেন্নাইতে খেলছেন৷ সঞ্জনা স্টার স্পোর্টসের হয়ে কাজ করছেন৷ (Jasprit Bumrah/Insagram)
advertisement
advertisement
advertisement