ম্যানেজার এখন বউ, Rohit Sharma ও Ritika Sajdeh-র Love Story গল্পের মতো

Last Updated:
হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে রীতিকাকে বিয়ের প্রস্তাব দেন হিটম্যান।
1/5
যে কোনও ভালবাসার গল্পই স্পেশাল। তবে কিছু কিছু প্রেম হয় অনেকটা গল্পের মতো। ভারতীয় দল ও মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মার ভালবাসার গল্প অনেকটা সেরকমই। তাঁর এক সময়ের ম্যানেজার এখন স্ত্রী।
যে কোনও ভালবাসার গল্পই স্পেশাল। তবে কিছু কিছু প্রেম হয় অনেকটা গল্পের মতো। ভারতীয় দল ও মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মার ভালবাসার গল্প অনেকটা সেরকমই। তাঁর এক সময়ের ম্যানেজার এখন স্ত্রী।
advertisement
2/5
রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদেও স্পোর্টস ম্যানেজার। রোহিতের ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও কন্ট্র্যাক্ট-এর যাবতীয় কাজ সামলাতেন রীতিকা। ফলে সব সময় থাকতেন রোহিত শর্মার কাছাকাছি। সেই থেকেই কখন যে তিনি রোহিতের এত কাছে চলে এলেন!
রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদেও স্পোর্টস ম্যানেজার। রোহিতের ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও কন্ট্র্যাক্ট-এর যাবতীয় কাজ সামলাতেন রীতিকা। ফলে সব সময় থাকতেন রোহিত শর্মার কাছাকাছি। সেই থেকেই কখন যে তিনি রোহিতের এত কাছে চলে এলেন!
advertisement
3/5
বিয়ের আগে ছবছর ডেটিং করেছেন রোহিত ও রীতিকা। তার পর বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়ের আগে ছবছর ডেটিং করেছেন রোহিত ও রীতিকা। তার পর বিয়ের সিদ্ধান্ত নেন।
advertisement
4/5
আইপিএল চলাকালীনই রীতিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহিত। একদিন হঠাত্ করেই রীতিকাকে বোরিভলি স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যান রোহিত। তার পর হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে রীতিকাকে বিয়ের প্রস্তাব দেন হিটম্যান।
আইপিএল চলাকালীনই রীতিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহিত। একদিন হঠাত্ করেই রীতিকাকে বোরিভলি স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যান রোহিত। তার পর হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে রীতিকাকে বিয়ের প্রস্তাব দেন হিটম্যান।
advertisement
5/5
ভারতীয় দলের আরেক তারকা যুবরাজ সিং আবার রোহিতের স্ত্রী রীতিকাকে বোন বলেন। রক্তের সম্পর্ক না থাকলেও যুবি তাঁকে নিজের বোনের মতোই স্নেহ করেন। আর এটা অনেকেই জানেন না।
ভারতীয় দলের আরেক তারকা যুবরাজ সিং আবার রোহিতের স্ত্রী রীতিকাকে বোন বলেন। রক্তের সম্পর্ক না থাকলেও যুবি তাঁকে নিজের বোনের মতোই স্নেহ করেন। আর এটা অনেকেই জানেন না।
advertisement
advertisement
advertisement