RCB vs SRH: ‘যুজি এসেই খেলাটাকে বদলে দিল...’ বললেন চাহালের কামালে মুগ্ধ বিরাট

Last Updated:
বিরাটের মতে, চাহালই ম্যাচের ‘গেম চেঞ্জার’ ৷
1/5
চাহাল ম্যাজিকে ধরাশায়ী সানরাইজার্স হায়দরাবাদ ৷ সোমবার দুবাইতে উইকেটে সেট হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং মণীশ পাণ্ডেকে তিনি আউট করতেই খেলা জমে যায় ৷ চাহালের আরও একটি শিকার বিজয় শঙ্কর ৷ কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন তিনি ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI
চাহাল ম্যাজিকে ধরাশায়ী সানরাইজার্স হায়দরাবাদ ৷ সোমবার দুবাইতে উইকেটে সেট হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং মণীশ পাণ্ডেকে তিনি আউট করতেই খেলা জমে যায় ৷ চাহালের আরও একটি শিকার বিজয় শঙ্কর ৷ কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন তিনি ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI
advertisement
2/5
সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ দলের খেলায় স্বভাবতই খুশি অধিনায়ক বিরাট কোহলি ৷  Photo Courtesy: IPLT20.com/BCCI
সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ দলের খেলায় স্বভাবতই খুশি অধিনায়ক বিরাট কোহলি ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI
advertisement
3/5
 গতবছর একেবারেই খারাপ পারফরম্যান্স ছিল আরসিবির ৷ এবার তাই ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট-বাহিনী ৷ আরসিবি-তে নিজের অভিষেক ম্যাচেই সোমবার চমকে দিয়েছেন নবাগত দেবদত্ত পাড়িক্কাল ৷ ওপেন করতে নেমে হাফ-সেঞ্চুরি করে দলের জয়ের শক্ত ভিত গড়ে দেন তিনি ৷ সঙ্গে অভিজ্ঞ এবি ডেভিলিয়ার্স তো আছেনই ৷ দুই ব্যাটসম্যানের জোড়া হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান স্কোরবোর্ডে তোলে আরসিবি ৷ জবাবে রান তাড়া করতে নেমে হায়দরাবাদকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন বেয়ারস্টো-পাণ্ডে জুটি ৷ শেষপর্যন্ত চাহালই করলেন কামাল ৷  Photo Courtesy: IPLT20.com/BCCI
গতবছর একেবারেই খারাপ পারফরম্যান্স ছিল আরসিবির ৷ এবার তাই ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট-বাহিনী ৷ আরসিবি-তে নিজের অভিষেক ম্যাচেই সোমবার চমকে দিয়েছেন নবাগত দেবদত্ত পাড়িক্কাল ৷ ওপেন করতে নেমে হাফ-সেঞ্চুরি করে দলের জয়ের শক্ত ভিত গড়ে দেন তিনি ৷ সঙ্গে অভিজ্ঞ এবি ডেভিলিয়ার্স তো আছেনই ৷ দুই ব্যাটসম্যানের জোড়া হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান স্কোরবোর্ডে তোলে আরসিবি ৷ জবাবে রান তাড়া করতে নেমে হায়দরাবাদকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন বেয়ারস্টো-পাণ্ডে জুটি ৷ শেষপর্যন্ত চাহালই করলেন কামাল ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI
advertisement
4/5
চাহালের বোলিংয়ে মুগ্ধ আরসিবি অধিনায়ক বিরাট কোহলিও ৷ তিনি বলেন, ‘‘ যুজি এসেই পুরো খেলাটাই পাল্টে দিল ৷ আজ রাত এটাই প্রমাণ হল যে যদি আপনার মধ্যে স্কিল থাকে, তাহলে যে কোনও উইকেটেই আপনি কিছু করে দেখাতে পারবেন ৷ ঠিক লাইনে বল ফেলে আক্রমণ চালিয়ে গেছে ও ৷ আমার মতে চাহালই আজ গেম চেঞ্জার ৷ ’’  Photo Courtesy: IPLT20.com/BCCI
চাহালের বোলিংয়ে মুগ্ধ আরসিবি অধিনায়ক বিরাট কোহলিও ৷ তিনি বলেন, ‘‘ যুজি এসেই পুরো খেলাটাই পাল্টে দিল ৷ আজ রাত এটাই প্রমাণ হল যে যদি আপনার মধ্যে স্কিল থাকে, তাহলে যে কোনও উইকেটেই আপনি কিছু করে দেখাতে পারবেন ৷ ঠিক লাইনে বল ফেলে আক্রমণ চালিয়ে গেছে ও ৷ আমার মতে চাহালই আজ গেম চেঞ্জার ৷ ’’ Photo Courtesy: IPLT20.com/BCCI
advertisement
5/5
চাহালের পাশাপাশি অভিষেক ম্যাচেই হাফ-সেঞ্চুরি করা তরুণ ব্যাটসম্যান পাড়িক্কাল, অ্যারন ফিঞ্চ এবং এবি ডেভিলিয়ার্সের প্রশংসাও করেছেন বিরাট কোহলি ৷  Photo Courtesy: IPLT20.com/BCCI
চাহালের পাশাপাশি অভিষেক ম্যাচেই হাফ-সেঞ্চুরি করা তরুণ ব্যাটসম্যান পাড়িক্কাল, অ্যারন ফিঞ্চ এবং এবি ডেভিলিয়ার্সের প্রশংসাও করেছেন বিরাট কোহলি ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI
advertisement
advertisement
advertisement