ততক্ষণে তিন উইকেট পেয়েছেন চাহার। তৃতীয় ওভার পাঞ্জাব যখন ১৯, তখনই চাহারের একটি ইন সুইং পাঞ্জাব ব্যাটসম্যান শাহরুখ খানের প্যাডে এসে লাগে। চাহার সঙ্গে সঙ্গে আপিল করেন। ধোনি সেই সময় হাসতে হাসতে তাঁকে বলেন, 'যা যা'। অর্থাত্, LBW ছিল না। সেটাই চাহারকে বুঝিয়ে দেন অভিজ্ঞ ধোনি।