

ক্রিকেট ভারতের অন্যতম জনপ্রিয় খেলা৷ তবে এই খেলাকে ঘিরে আবেগ অনেক সময় পরিশীলতার সীমা ছাড়িয়ে যায়৷ ঘৃণ্য পুরুষের মানসকিতা সমস্তরকম আব্রু খুলে ফেলে দিয়ে বেরিয়ে আসে৷ আর যা মানুষকে কলঙ্কিত করে৷ এরকমই হল ফের একবার চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পরে৷ Photo- Collected


বুধবারের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব ম্যাচ হারার পরই বীভৎস ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন৷ কিন্তু শেখ জায়াদ স্টেডিয়ামে কেকেআরের ১৬৮ রানের টার্গেট পূর্ণ না করতে পারায় সিএসকে ফ্যানদের বিষের ছোবল লাগল কচি জিভার গায়েও৷ প্লেয়ারদের বা তাঁদের পরিবার ও স্ত্রী-কে নক্কারজনক কথা বলার কালচার এ দেশে অনেকদিনের৷ যাঁরা নিজেদের গায়ে ‘ফ্যান’ এই তকমা লাগিয়ে বাচিক অশ্লীলতার মাত্রা পেরিয়ে যান৷ এবারেও তাই হল ৷ একাধিক রেপ থ্রেট পেল ধোনির ৫ বছরের মেয়ে জিভা৷ যা শুনলেও বোধহয় কারোর বিশ্বাস হবে না৷ কিন্তু তারই লিখিত প্রমাণ রাখল অসভ্য কিছু পুরুষ ৷Photo- Collected


একটা ফুলের মতো শিশুও বিষের জ্বালা থেকে বাঁচতে পারল না৷ একাধিক ক্ষেত্রে আবার চ্যাটের বিষয় হয়েছে কয়েকজনের মধ্যে ঠিক কীভাবে জিভাকে ধর্ষণ করা যায়৷Photo- Collected


ধোনির পারফরম্যান্স নিয়ে প্রচুর কথা তো বলাই হয়েছে কিন্তু একটা বাচ্চা মেয়ে যার বয়স সবেমাত্র পাঁচ সে পেল রেপ থ্রেট ও একাধিক জায়গায় তাঁকে শারীরিক নির্যাতন কীভাবে করা হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হল ফেসবুক ও ট্যুইটারে৷Photo- Collected


অভিযোগ সাক্ষী ও ধোনির ইনস্টাগ্রাম ্হ্যান্ডেলও এই ধরণের নক্কারজনক মন্তব্য পোস্ট করেছে বিকৃত মানসকিতরা ভার্চুয়াল ধর্ষকরা৷Photo- Collected


সেদিনের ম্যাচে ধোনি চক্রবর্তীর শিকার হন মাত্র ১১ রান করে ম্যাচের ১৭ ওভারে ৷ তখনও দলের ২১ বলে ৩৯ রান দরকার ছিল৷ আর কেদার ম্যাচ শেষে ১২ বলে ৭ রান করে অপরাজিত ছিল৷ এর আগেও আজহারের স্ত্রী সঙ্গীতা বিজলানি থেকে বর্তমানে বিরাটের স্ত্রী অনুষ্কা সকলকেই বিভিন্ন অশ্লীল মন্তব্য শুনতে হয়েছে স্বামীদের পারফরম্যান্স খারাপ হলে তাবলে একেবারে দুধের শিশুকে এভাবে ধর্ষণের হুমকিতে স্তম্ভিত সকলেই৷Photo- Collected