IPL 2021: ক্রিকেট চলছেই, তবে বাবা বিরাটকে মেয়ে ভামিকা-র জন্য ‘এই’ কাজ করতেই হয়

Last Updated:
বাবা ও মা দু‘জনেই করেন বাচ্চার পরিচর্যার কাজ৷
1/5
ভারতীয়  ক্রিকেট দল এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি নিজের মেয়ে ভামিকাকে কোলে নিয়ে পিতৃত্বের আনন্দে বুঁদ হয়ে আছেন৷ স্ত্রী অনুষ্কা যেমন মাতৃত্বের আনন্দে রয়েছেন ঠিক তেমনিই বিরাট , কে বলবেন তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক, কিম্বা তিনি সারা ভারতের অন্যতম জনপ্রিয় তারকা৷ তিনি বলেছেন ভামিকা এসে বাবা-মায়ের জীবন বদলে দিয়েছেনষ (Anushka Sharma/Instaram)
ভারতীয় ক্রিকেট দল এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি নিজের মেয়ে ভামিকাকে কোলে নিয়ে পিতৃত্বের আনন্দে বুঁদ হয়ে আছেন৷ স্ত্রী অনুষ্কা যেমন মাতৃত্বের আনন্দে রয়েছেন ঠিক তেমনিই বিরাট , কে বলবেন তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক, কিম্বা তিনি সারা ভারতের অন্যতম জনপ্রিয় তারকা৷ তিনি বলেছেন ভামিকা এসে বাবা-মায়ের জীবন বদলে দিয়েছেনষ (Anushka Sharma/Instaram)
advertisement
2/5
বিরাট কোহলি বলেছেন, কীভাবে মেয়ে ভামিকার জন্মের পর জীবনে ব্যাপক বদল এসেছে৷ এখন যে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন কোনদিন সেই অনুভবের মধ্যে দিয়ে যাননি৷ চারপাশের সমস্ত জিনিস দ্রুত বদলে যাচ্ছে৷  আগে যে সব জিনিস ব্যবহার করতেন এখন সেই সবও বদলে গেছে৷  (Virat Kohli/Instagram)
বিরাট কোহলি বলেছেন, কীভাবে মেয়ে ভামিকার জন্মের পর জীবনে ব্যাপক বদল এসেছে৷ এখন যে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন কোনদিন সেই অনুভবের মধ্যে দিয়ে যাননি৷ চারপাশের সমস্ত জিনিস দ্রুত বদলে যাচ্ছে৷ আগে যে সব জিনিস ব্যবহার করতেন এখন সেই সবও বদলে গেছে৷ (Virat Kohli/Instagram)
advertisement
3/5
বিরাট কোহলি আরও বলেছেন আপনার সবকিছু বাচ্চার সঙ্গে ব্যবহৃত জিনিস বা তার সঙ্গে যুক্ত করে দেয়৷ ভামিকা -র জীবন তাঁদের ওপর নির্ভর করে৷ তবে বেশি নির্ভর করে অনুষ্কার ওপর৷ তবে বাবা-র ওপরেও অনেক কিছুতে সে নির্ভর করে৷ দু‘জনে মেয়ের দুরকমের পরিবেশের দায়িত্ব রাখেন৷ পাশাপাশি মাতৃত্ব ও পিতৃত্বের আনন্দও নিচ্ছেন৷ (Instagram @virat.kohli)
বিরাট কোহলি আরও বলেছেন আপনার সবকিছু বাচ্চার সঙ্গে ব্যবহৃত জিনিস বা তার সঙ্গে যুক্ত করে দেয়৷ ভামিকা -র জীবন তাঁদের ওপর নির্ভর করে৷ তবে বেশি নির্ভর করে অনুষ্কার ওপর৷ তবে বাবা-র ওপরেও অনেক কিছুতে সে নির্ভর করে৷ দু‘জনে মেয়ের দুরকমের পরিবেশের দায়িত্ব রাখেন৷ পাশাপাশি মাতৃত্ব ও পিতৃত্বের আনন্দও নিচ্ছেন৷ (Instagram @virat.kohli)
advertisement
4/5
বিরাট কোহলি জানিয়েছেন এটা জীবনকে বদলে দেওয়া অনুভব বলে বর্ণনা দিয়েছেন৷ তিনি জানিয়েছেন এই আনন্দকে ভাষায় বর্ণনা করা যায় না৷ এটা বিরাটের জীবনের সেরা সময় ৷ একথা জানিয়েছেন খোদ বিরাট৷ বাবা-মা হওয়া একটা বড় ভাগ্যের বিষয় এমনটাই বলেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷ (Virat Kohli/Instagram)
বিরাট কোহলি জানিয়েছেন এটা জীবনকে বদলে দেওয়া অনুভব বলে বর্ণনা দিয়েছেন৷ তিনি জানিয়েছেন এই আনন্দকে ভাষায় বর্ণনা করা যায় না৷ এটা বিরাটের জীবনের সেরা সময় ৷ একথা জানিয়েছেন খোদ বিরাট৷ বাবা-মা হওয়া একটা বড় ভাগ্যের বিষয় এমনটাই বলেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷ (Virat Kohli/Instagram)
advertisement
5/5
বিরাট কোহলি বর্তমানে আইপিএল ২০২১ এ রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব করছেন৷ আরসিবি প্রথম দুটি ম্যাচ জিতেছে৷ পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে গর্বিত বাবা-র দল৷ (PIC: PTI)
বিরাট কোহলি বর্তমানে আইপিএল ২০২১ এ রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব করছেন৷ আরসিবি প্রথম দুটি ম্যাচ জিতেছে৷ পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে গর্বিত বাবা-র দল৷ (PIC: PTI)
advertisement
advertisement
advertisement