IPL 2021: একাধিক দলে ঝড়ের গতিতে বাড়ছিল মারণ করোনার সংক্রমণ, SRH-র ঋদ্ধি সংক্রমিত হতেই এল চরম সিদ্ধান্ত

Last Updated:
IPL 2021: সকালেও হচ্ছিল প্ল্যান বি, হঠাৎ কী হল একেবারে এ মরশুমে সাসপেন্ড হল আইপিএল৷
1/7
বরুণ চক্রবর্তী , সন্দীপ ওয়ারিয়র শুধু হিমবাহের শুধু ওপরটুকু৷ আসলে যে সব দলেই একাধিক ক্রিকেটার আক্রান্ত৷ এই তালিকায় মঙ্গলবার সকালে ঋদ্ধিমান সাহা পজিটিভ হয়ে যান৷ এদিনই ম্যাচ ছিল সানরাইজার্সের৷ তাই ঋদ্ধিমান পজিটিভ হতেই একেবারে এই মরশুমের জন্য আইপিএল স্থগিত হয়ে গেল৷ Photo- File
বরুণ চক্রবর্তী , সন্দীপ ওয়ারিয়র শুধু হিমবাহের শুধু ওপরটুকু৷ আসলে যে সব দলেই একাধিক ক্রিকেটার আক্রান্ত৷ এই তালিকায় মঙ্গলবার সকালে ঋদ্ধিমান সাহা পজিটিভ হয়ে যান৷ এদিনই ম্যাচ ছিল সানরাইজার্সের৷ তাই ঋদ্ধিমান পজিটিভ হতেই একেবারে এই মরশুমের জন্য আইপিএল স্থগিত হয়ে গেল৷ Photo- File
advertisement
2/7
দিল্লি ক্যাপিটাল্সের অমিত মিশ্র এদিন সকালে করোনা পজিটিভ হন৷ অর্থাৎ করোনা কালে আর দিল্লি ক্যাপিটাল্সেও সংক্রমণের থাবা৷ Photo- File
দিল্লি ক্যাপিটাল্সের অমিত মিশ্র এদিন সকালে করোনা পজিটিভ হন৷ অর্থাৎ করোনা কালে আর দিল্লি ক্যাপিটাল্সেও সংক্রমণের থাবা৷ Photo- File
advertisement
3/7
আইপিএলে সরকারিভাবে প্রথম যে ক্রিকেটারের নাম করোনা আক্রান্ত হিসেবে এসেছিল তিনি বরুণ চক্রবর্তী৷ তিনি নিজে স্বীকার করেছিলেন যে তিনি একেবারে পাঁচ মিনিটের জন্য হাসপাতালে গিয়েছিলেন৷ কিন্তু যাঁদের সঙ্গে দেখা করেছিলেন তাঁরা সকলেই করোনা নেগেটিভ এবং পিপিই পরিহিত ছিলেন৷ তাও তিনি পজিটিভ হয়ে যান৷ Photo- File
আইপিএলে সরকারিভাবে প্রথম যে ক্রিকেটারের নাম করোনা আক্রান্ত হিসেবে এসেছিল তিনি বরুণ চক্রবর্তী৷ তিনি নিজে স্বীকার করেছিলেন যে তিনি একেবারে পাঁচ মিনিটের জন্য হাসপাতালে গিয়েছিলেন৷ কিন্তু যাঁদের সঙ্গে দেখা করেছিলেন তাঁরা সকলেই করোনা নেগেটিভ এবং পিপিই পরিহিত ছিলেন৷ তাও তিনি পজিটিভ হয়ে যান৷ Photo- File
advertisement
4/7
বরুণের দলের সতীর্থ সন্দীপ ওয়ারিয়রও করোনা পজিটিভ হন ৷ Photo- File
বরুণের দলের সতীর্থ সন্দীপ ওয়ারিয়রও করোনা পজিটিভ হন ৷ Photo- File
advertisement
5/7
সোমবার সন্ধ্যার দিকেই সিএসকে-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাদের দলে একাধিক কোভিড আক্রান্ত৷ তার মধ্যে অন্যতম বোলিং কোচ এল বালাজি৷ Photo- File
সোমবার সন্ধ্যার দিকেই সিএসকে-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাদের দলে একাধিক কোভিড আক্রান্ত৷ তার মধ্যে অন্যতম বোলিং কোচ এল বালাজি৷ Photo- File
advertisement
6/7
সিএসকের সিইও -কোভিড পজিটিভদের দলে ছিলেন৷ Photo- File
সিএসকের সিইও -কোভিড পজিটিভদের দলে ছিলেন৷ Photo- File
advertisement
7/7
এছাড়াও ডিডিসিএ-র একাধিক কর্মী সোমবার করোনা পজিটিভ হন৷ সংক্রমণ যাতে আরও ভয়ানক না হয়ে উঠতে পারে তাই আপাতত এই মরশুমের আইপিএল স্থগিত করে দেওয়া ছাড়া বিসিসিআইয়ের হাত আর কোনও সুরক্ষিত বিকল্র ছিল না৷ Photo- File
এছাড়াও ডিডিসিএ-র একাধিক কর্মী সোমবার করোনা পজিটিভ হন৷ সংক্রমণ যাতে আরও ভয়ানক না হয়ে উঠতে পারে তাই আপাতত এই মরশুমের আইপিএল স্থগিত করে দেওয়া ছাড়া বিসিসিআইয়ের হাত আর কোনও সুরক্ষিত বিকল্র ছিল না৷ Photo- File
advertisement
advertisement
advertisement