ও মা! বিরাটের কাঁধে কিসের ন্যাকড়া, নেটিজেনদের তো কিছুই চোখ এড়ায় না

Last Updated:
বিরাট পারেনও বটে...
1/5
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্ল ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি -র পরিবার তাঁর সঙ্গে ছিলেন৷ স্ত্রী অনুষ্কা শর্মা আর তাঁর মেয়ে ভামিকা আইপিএল ২০২১ এ তাঁর সঙ্গে ছিলেন৷ কিছু সময় আগে অবধি ভামিকা আর অনুষ্কা আরসিবি- দলের সঙ্গে চেন্নাই থেকে মুম্বইতে গিয়েছেন৷ এই সময় বিরাট কোহলির সঙ্গে তাঁকে এয়ারপোর্টে দেখা গিয়েছিল৷ (Virat Kohli/Instagram)
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্ল ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি -র পরিবার তাঁর সঙ্গে ছিলেন৷ স্ত্রী অনুষ্কা শর্মা আর তাঁর মেয়ে ভামিকা আইপিএল ২০২১ এ তাঁর সঙ্গে ছিলেন৷ কিছু সময় আগে অবধি ভামিকা আর অনুষ্কা আরসিবি- দলের সঙ্গে চেন্নাই থেকে মুম্বইতে গিয়েছেন৷ এই সময় বিরাট কোহলির সঙ্গে তাঁকে এয়ারপোর্টে দেখা গিয়েছিল৷ (Virat Kohli/Instagram)
advertisement
2/5
হরিয়াণার রণজি ট্রফির ফার্স্ট ক্লাস ক্রিকেটার সঞ্জয় পহল আর অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন৷ সেখানে বিরাট কোহলির কাঁধে মেয়ের মুখ মোছানোর তোয়ালে!এটা মুম্বইয়ের তাজ ল্যান্ডসের জিমের৷ ছবি শেয়ার করে জানিয়েছেন ফ্যান বয় মোমেন্ট৷ (Sanjay Pahal/Instagram)
হরিয়াণার রণজি ট্রফির ফার্স্ট ক্লাস ক্রিকেটার সঞ্জয় পহল আর অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন৷ সেখানে বিরাট কোহলির কাঁধে মেয়ের মুখ মোছানোর তোয়ালে!এটা মুম্বইয়ের তাজ ল্যান্ডসের জিমের৷ ছবি শেয়ার করে জানিয়েছেন ফ্যান বয় মোমেন্ট৷ (Sanjay Pahal/Instagram)
advertisement
3/5
উল্লেখ্য যে আইপিএলের ২০২১ এ প্রথমবার আরসিবি-র মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স৷ এই লড়াই জিতেছিল৷ এরপর টানা চার ম্যাচে জিতেছে তারা৷ কিন্তু নিজেদের প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে একধাক্কায় এক নম্বর থেকে তিন নম্বরে নেমে গেছে৷ (PIC: PTI)
উল্লেখ্য যে আইপিএলের ২০২১ এ প্রথমবার আরসিবি-র মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স৷ এই লড়াই জিতেছিল৷ এরপর টানা চার ম্যাচে জিতেছে তারা৷ কিন্তু নিজেদের প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে একধাক্কায় এক নম্বর থেকে তিন নম্বরে নেমে গেছে৷ (PIC: PTI)
advertisement
4/5
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা -র ২০২১ এ ১১ জানুয়ারি সন্তান জন্মেছে৷ মেয়ে হওয়ার পর এখন কেউ ভামিকার মুখ দেখতে পাননি৷ (Virat Kohli/Instagram)
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা -র ২০২১ এ ১১ জানুয়ারি সন্তান জন্মেছে৷ মেয়ে হওয়ার পর এখন কেউ ভামিকার মুখ দেখতে পাননি৷ (Virat Kohli/Instagram)
advertisement
5/5
বিরাট কোহলি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কন্যা সন্তানের জন্ম তাঁর পুরো জীবনকে একেবারে বদলে দিয়েছে৷ তাঁর মতে এটি একেবার অন্য ধরণের অনুভূতি৷ (Anushka Sharma/Instagram)
বিরাট কোহলি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কন্যা সন্তানের জন্ম তাঁর পুরো জীবনকে একেবারে বদলে দিয়েছে৷ তাঁর মতে এটি একেবার অন্য ধরণের অনুভূতি৷ (Anushka Sharma/Instagram)
advertisement
advertisement
advertisement