IPL 2021: CSK vs KKR: মুখোমুখি লড়াইতে কে শেষ হাসি হাসে, পরিসংখ্যান জেনে বুঝে নিন

Last Updated:
IPL 2021: মুখোমুখি লড়াইতে কার পাল্লা ভারি, গত মরশুমে কে দিয়েছিল কাকে টেক্কা!
1/4
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) টুর্নামেন্টের ১৫ তম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে৷ বুধবার সন্ধ্যাবেলায় হবে এই ম্যাচে৷ এদিন আরও একটি ম্যাচ আছে বিকেল সাড়ে তিনটেয়৷ এই ম্যাচে পঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ খেলবে৷ কিন্তু যে ম্যাচ ঘিরে আগ্রহ তা হল কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস৷ Photo-File
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) টুর্নামেন্টের ১৫ তম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে৷ বুধবার সন্ধ্যাবেলায় হবে এই ম্যাচে৷ এদিন আরও একটি ম্যাচ আছে বিকেল সাড়ে তিনটেয়৷ এই ম্যাচে পঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ খেলবে৷ কিন্তু যে ম্যাচ ঘিরে আগ্রহ তা হল কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস৷ Photo-File
advertisement
2/4
কেকেআর নিজেদের ওপেনিং ম্যাচে জয় দিয়ে শুরু করেছে৷ কিন্তু তারপর থেকে পরপর দু‘টি ম্যাচে হারই সঙ্গী হয়েছে তাদের৷ এদিকে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচগুলিতে জিতেছে৷
কেকেআর নিজেদের ওপেনিং ম্যাচে জয় দিয়ে শুরু করেছে৷ কিন্তু তারপর থেকে পরপর দু‘টি ম্যাচে হারই সঙ্গী হয়েছে তাদের৷ এদিকে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচগুলিতে জিতেছে৷
advertisement
3/4
চেন্নাই ও কলকাতার মুখোমুখি সাক্ষাৎকারের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে অঙ্কের হিসেবে ধোনির দল কলকাতার থেকে অনেকটাই এগিয়ে৷ এই দুই দল মুখোমুখি হয়েছে ২৩ বার এরমধ্যে ১৪ বার জিতেছে চেন্নাই৷ অন্যদিকে কেকেআর জিতেছে ৮ বার৷ একটি ম্যাচে কোনও রেজাল্ট হয়নি৷ আইপিএল ২০২০ তে দু‘বার মুখোমুখি হয়েছে এই দুটি দল৷ প্রথম ম্যাচে কেকেআর (KKR) জিতেছিল ১০ রানে৷ ফিরতি ম্যাচে সিএসকে (CSK) জিতেছিল ৬ উইকেটে৷
চেন্নাই ও কলকাতার মুখোমুখি সাক্ষাৎকারের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে অঙ্কের হিসেবে ধোনির দল কলকাতার থেকে অনেকটাই এগিয়ে৷ এই দুই দল মুখোমুখি হয়েছে ২৩ বার এরমধ্যে ১৪ বার জিতেছে চেন্নাই৷ অন্যদিকে কেকেআর জিতেছে ৮ বার৷ একটি ম্যাচে কোনও রেজাল্ট হয়নি৷ আইপিএল ২০২০ তে দু‘বার মুখোমুখি হয়েছে এই দুটি দল৷ প্রথম ম্যাচে কেকেআর (KKR) জিতেছিল ১০ রানে৷ ফিরতি ম্যাচে সিএসকে (CSK) জিতেছিল ৬ উইকেটে৷
advertisement
4/4
এখনও অবধি কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল (Andre Russell) সিএসকে-র বিরুদ্ধে ৮ ইনিংসে ২২৬ রান করেছে৷ তার গড় ৪৫.২০৷ তিনি ৩ টি ৫০ করেছেন পাশাপাশি সেরা ইনিংস ৮৮রানের৷ দীনেশ কার্তিক ২৫ইনিংসে ৫১২ রান করেছে, গড় ২৬.৯৪৷ সুনীল নারিন ১৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন চেন্নাইয়ের বিরুদ্ধে৷
এখনও অবধি কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল (Andre Russell) সিএসকে-র বিরুদ্ধে ৮ ইনিংসে ২২৬ রান করেছে৷ তার গড় ৪৫.২০৷ তিনি ৩ টি ৫০ করেছেন পাশাপাশি সেরা ইনিংস ৮৮রানের৷ দীনেশ কার্তিক ২৫ইনিংসে ৫১২ রান করেছে, গড় ২৬.৯৪৷ সুনীল নারিন ১৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন চেন্নাইয়ের বিরুদ্ধে৷
advertisement
advertisement
advertisement