IPL 2021: CSK vs KKR: মুখোমুখি লড়াইতে কে শেষ হাসি হাসে, পরিসংখ্যান জেনে বুঝে নিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2021: মুখোমুখি লড়াইতে কার পাল্লা ভারি, গত মরশুমে কে দিয়েছিল কাকে টেক্কা!
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) টুর্নামেন্টের ১৫ তম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে৷ বুধবার সন্ধ্যাবেলায় হবে এই ম্যাচে৷ এদিন আরও একটি ম্যাচ আছে বিকেল সাড়ে তিনটেয়৷ এই ম্যাচে পঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ খেলবে৷ কিন্তু যে ম্যাচ ঘিরে আগ্রহ তা হল কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস৷ Photo-File
advertisement
advertisement
চেন্নাই ও কলকাতার মুখোমুখি সাক্ষাৎকারের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে অঙ্কের হিসেবে ধোনির দল কলকাতার থেকে অনেকটাই এগিয়ে৷ এই দুই দল মুখোমুখি হয়েছে ২৩ বার এরমধ্যে ১৪ বার জিতেছে চেন্নাই৷ অন্যদিকে কেকেআর জিতেছে ৮ বার৷ একটি ম্যাচে কোনও রেজাল্ট হয়নি৷ আইপিএল ২০২০ তে দু‘বার মুখোমুখি হয়েছে এই দুটি দল৷ প্রথম ম্যাচে কেকেআর (KKR) জিতেছিল ১০ রানে৷ ফিরতি ম্যাচে সিএসকে (CSK) জিতেছিল ৬ উইকেটে৷
advertisement
