IPL 2020 Final : IPL -র ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিত, গড়লেন একাধিক নজির

Last Updated:
নিজের মুকুটে একাধিক পালক লাগিয়ে ফেললেন রোহিত শর্মা৷
1/4
২০১৩, ২০১৫,২০১৭,২০১৯ তারপর ২০২০ পাঁচবারের আইইপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রোহিত শর্মা৷ আইপিএল ইতিহাসের এই মুহূর্তে সর্বকালীন সেরা অধিনায়ক নিঃসন্দেহই হিটম্যান৷ এদিনের আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক নজির গড়ে ফেললেন মুম্বইয়ের অধিনায়ক৷ Photo -IPL /Twitter
২০১৩, ২০১৫,২০১৭,২০১৯ তারপর ২০২০ পাঁচবারের আইইপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রোহিত শর্মা৷ আইপিএল ইতিহাসের এই মুহূর্তে সর্বকালীন সেরা অধিনায়ক নিঃসন্দেহই হিটম্যান৷ এদিনের আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক নজির গড়ে ফেললেন মুম্বইয়ের অধিনায়ক৷ Photo -IPL /Twitter
advertisement
2/4
এদিন তিনি আইপিএল কেরিয়ারের ২০০ তম ম্যাচ খেললেন ৷ ২০০৮ থেকে ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে এই কৃতিত্ব অর্জন করলেন রোহিত ৷ Photo -IPL /Twitter
এদিন তিনি আইপিএল কেরিয়ারের ২০০ তম ম্যাচ খেললেন ৷ ২০০৮ থেকে ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে এই কৃতিত্ব অর্জন করলেন রোহিত ৷ Photo -IPL /Twitter
advertisement
3/4
এদিকে এদিন মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে ৪০০০ রান করে ফেললেন রোহিত শর্মা৷ এই ক্লাবে রোহিতের আগে রয়েছেন সিএসকে-র জার্সিতে মহেন্দ্র সিং ধোনি ও আরসিবি-র জার্সিতে বিরাট কোহলি৷ Photo -IPL /Twitter
এদিকে এদিন মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে ৪০০০ রান করে ফেললেন রোহিত শর্মা৷ এই ক্লাবে রোহিতের আগে রয়েছেন সিএসকে-র জার্সিতে মহেন্দ্র সিং ধোনি ও আরসিবি-র জার্সিতে বিরাট কোহলি৷ Photo -IPL /Twitter
advertisement
4/4
শুধু এটুকুই নয় ৷ মুম্বই অধিনায়ক হিসেবে এদিন তিনি ৩০০০ রানও পূরণ করেন৷ এদিনের ম্যাচ খেলার আগে এই মাইলস্টোনের জন্য তাঁর আর দরকার ছিল ৪৩ রান ৷ এদিনের ৫১ বলে ৬৮ রানের ইনিংসে তিনি সেই কৃতিত্বও অ্যাচিভ করে ফেললেন ৷ অধিনায়ক হিসেবে ৩০০০ রান ক্লাবে রয়েছেন সিএসকে-র ধোনি, আরসিবি-র কোহলি ও গৌতম গম্ভীর৷ Photo -IPL /Twitter
শুধু এটুকুই নয় ৷ মুম্বই অধিনায়ক হিসেবে এদিন তিনি ৩০০০ রানও পূরণ করেন৷ এদিনের ম্যাচ খেলার আগে এই মাইলস্টোনের জন্য তাঁর আর দরকার ছিল ৪৩ রান ৷ এদিনের ৫১ বলে ৬৮ রানের ইনিংসে তিনি সেই কৃতিত্বও অ্যাচিভ করে ফেললেন ৷ অধিনায়ক হিসেবে ৩০০০ রান ক্লাবে রয়েছেন সিএসকে-র ধোনি, আরসিবি-র কোহলি ও গৌতম গম্ভীর৷ Photo -IPL /Twitter
advertisement
advertisement
advertisement