IPL 2020 Final : IPL -র ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিত, গড়লেন একাধিক নজির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নিজের মুকুটে একাধিক পালক লাগিয়ে ফেললেন রোহিত শর্মা৷
advertisement
advertisement
advertisement
শুধু এটুকুই নয় ৷ মুম্বই অধিনায়ক হিসেবে এদিন তিনি ৩০০০ রানও পূরণ করেন৷ এদিনের ম্যাচ খেলার আগে এই মাইলস্টোনের জন্য তাঁর আর দরকার ছিল ৪৩ রান ৷ এদিনের ৫১ বলে ৬৮ রানের ইনিংসে তিনি সেই কৃতিত্বও অ্যাচিভ করে ফেললেন ৷ অধিনায়ক হিসেবে ৩০০০ রান ক্লাবে রয়েছেন সিএসকে-র ধোনি, আরসিবি-র কোহলি ও গৌতম গম্ভীর৷ Photo -IPL /Twitter