করোনায় জেরবার অবস্থা মহারাষ্ট্রের। সেখানে রোজ প্রায় ২০ হাজার টেস্ট হচ্ছে। তার মধ্যে ২০ শতাংশের রিপোর্ট পজিটিভ হচ্ছে। মূলত পুণের বস্তি এলাকায় টেস্টিং-এর জন্যই হরভজনের উদ্যোগে এই ভ্রাম্যমান ল্যাব ঘুরবে। পুণের একটি ডায়গনস্টিক পরিষেবা প্রদানকারী সংস্থা এই ল্যাব পরিচালনা করবে। হরভজন এই দুঃসময় অন্যদর কাছেও এগিয়ে আসার আর্জি জানিয়েছেন। যার যেমন ক্ষমতা সেই মতো এগিয়ে আসলে এমন মহামারী পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ভাজ্জি।