IPL 2021: দেশের দুঃসময়ে মানুষের সাহায্যে এগোলেন ভাজ্জি, কেকেআর তারকা এখন কোভিড-যোদ্ধা

Last Updated:
দেশের চরম সঙ্কটে মানুষের পাশে হরভজন সিং।
1/5
করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। টেস্ট, অক্সিজেন সরবরাহ নিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হয়েছে। এমন দুঃসময়ে দেশের প্রতি কর্তব্য পালনে এগিয়ে এলেন হরভজন সিং।
করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। টেস্ট, অক্সিজেন সরবরাহ নিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হয়েছে। এমন দুঃসময়ে দেশের প্রতি কর্তব্য পালনে এগিয়ে এলেন হরভজন সিং।
advertisement
2/5
দীর্ঘদিন ভারতীয় দলে খেলেছেন ভাজ্জি। আর এখন আইপিএলে তিনি খেলছেন কেকেআরের হয়ে। কলকাতার হয়ে খেলার ফাঁকেই কোভিড যোদ্ধা হয়েছেন হরভজন। পুণেতে করোনা টেস্টের ভ্রাম্যমান ল্যাব তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি।
দীর্ঘদিন ভারতীয় দলে খেলেছেন ভাজ্জি। আর এখন আইপিএলে তিনি খেলছেন কেকেআরের হয়ে। কলকাতার হয়ে খেলার ফাঁকেই কোভিড যোদ্ধা হয়েছেন হরভজন। পুণেতে করোনা টেস্টের ভ্রাম্যমান ল্যাব তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি।
advertisement
3/5
আজ থেকে পুণের মোবাইল কোভিড টেস্টিং ল্যাবে পরিষেবা শুরু হবে। আজ ভাদগাঁওশেরিতে এই ল্যাব থাকব। সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরবে এই ল্যাব।
আজ থেকে পুণের মোবাইল কোভিড টেস্টিং ল্যাবে পরিষেবা শুরু হবে। আজ ভাদগাঁওশেরিতে এই ল্যাব থাকব। সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরবে এই ল্যাব।
advertisement
4/5
এই ভ্রাম্যমান ল্যাবে রোজ দেড় হাজার আরটিপিসিআর টেস্ট করা যাবে। রিপোর্ট পাওয়া যাবে চার ঘণ্টার মধ্যে। দরিদ্রসীমার নিচে থাকা মানুষরা এই ল্যাবে করোনা টেস্ট করাতে পারবেন বিনা পয়সায়। বাকিদের টেস্ট করাতে খরচ হবে ৫০০ টাকা।
এই ভ্রাম্যমান ল্যাবে রোজ দেড় হাজার আরটিপিসিআর টেস্ট করা যাবে। রিপোর্ট পাওয়া যাবে চার ঘণ্টার মধ্যে। দরিদ্রসীমার নিচে থাকা মানুষরা এই ল্যাবে করোনা টেস্ট করাতে পারবেন বিনা পয়সায়। বাকিদের টেস্ট করাতে খরচ হবে ৫০০ টাকা।
advertisement
5/5
করোনায় জেরবার অবস্থা মহারাষ্ট্রের। সেখানে রোজ প্রায় ২০ হাজার টেস্ট হচ্ছে। তার মধ্যে ২০ শতাংশের রিপোর্ট পজিটিভ হচ্ছে। মূলত পুণের বস্তি এলাকায় টেস্টিং-এর জন্যই হরভজনের উদ্যোগে এই ভ্রাম্যমান ল্যাব ঘুরবে। পুণের একটি ডায়গনস্টিক পরিষেবা প্রদানকারী সংস্থা এই ল্যাব পরিচালনা করবে। হরভজন এই দুঃসময় অন্যদর কাছেও এগিয়ে আসার আর্জি জানিয়েছেন। যার যেমন ক্ষমতা সেই মতো এগিয়ে আসলে এমন মহামারী পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ভাজ্জি।
করোনায় জেরবার অবস্থা মহারাষ্ট্রের। সেখানে রোজ প্রায় ২০ হাজার টেস্ট হচ্ছে। তার মধ্যে ২০ শতাংশের রিপোর্ট পজিটিভ হচ্ছে। মূলত পুণের বস্তি এলাকায় টেস্টিং-এর জন্যই হরভজনের উদ্যোগে এই ভ্রাম্যমান ল্যাব ঘুরবে। পুণের একটি ডায়গনস্টিক পরিষেবা প্রদানকারী সংস্থা এই ল্যাব পরিচালনা করবে। হরভজন এই দুঃসময় অন্যদর কাছেও এগিয়ে আসার আর্জি জানিয়েছেন। যার যেমন ক্ষমতা সেই মতো এগিয়ে আসলে এমন মহামারী পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ভাজ্জি।
advertisement
advertisement
advertisement