১৩ ম্যাচে ১২ পয়েন্ট কলকাতা নাইট রাইডার্সের। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কেকেআর। শেষ ম্যাচে রাজস্থানকে হারালেই কলকাতার প্লে-অফে খেলা কার্যত নিশ্চিত। তবে শেষ ম্যাচে নাইটদের প্রতিদ্বন্দ্বী রাজস্থানও প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে। ফলে ম্য়াচটা কঠিন হবে। কেকেআরের অবশ্য রান রেট ভাল রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের মতোই অবস্থা রাজস্থান রয়্যালসের। ১২ ম্যাচে ১০ পয়েন্ট। বাকি আরও দুটি ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স এবং নাইট রাইডার্সের বিরুদ্ধে। দুটি দলই প্লে-অফের দাবিদার। ফলে লড়াই জমবে। তবে পঞ্জাবের প্লে-অফে ওঠার অঙ্ক কঠিন. তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের পয়েন্ট নষ্টের দিকে। আবার নিজেদেরও রান রেট ভাল রাখতে হবে।