IPL 2021: শুধু ক্রিকেট নয়, কোটিপতি লিগে আকর্ষণের কেন্দ্র এই Female Anchors

Last Updated:
মনোরঞ্জনে ঠাঁসা আইপিএলে আকর্ষণের কেন্দ্রবিন্দু Female Anchors
1/5
 আইপিএল মানে কি শুধুই ক্রিকেট! একেবারেই নয়। ক্রিকেটের মোড়কে মনোরঞ্জন। আর মনোরঞ্জনে ঠাঁসা আইপিএলে আকর্ষণের কেন্দ্রবিন্দু Female Anchors. তাঁদের বুদ্ধিদীপ্ত ও সাবলীল উপস্থাপনা দেখতে অনেক ক্রিকেটভক্তই ভালবাসেন। এই যেমন নরোলি মেডোজ। তিনি অস্ট্রেলিয়ার টিভি প্রেজেন্টর। একইসঙ্গে স্পোর্টস জার্নালিস্ট ধারাভাষ্যকার। ক্রিকেট ছাড়াও বাস্কেটবল, অস্ট্রেলিয়ার ফুটবল লিগেও তাঁকে দেখা যায়। এবার আইপিএলে তিনি সুনীল গাওয়াস্কর ও কেভিন পিটারসেনের সঙ্গে শো সঞ্চালক হিসাবে রয়েছেন।
আইপিএল মানে কি শুধুই ক্রিকেট! একেবারেই নয়। ক্রিকেটের মোড়কে মনোরঞ্জন। আর মনোরঞ্জনে ঠাঁসা আইপিএলে আকর্ষণের কেন্দ্রবিন্দু Female Anchors. তাঁদের বুদ্ধিদীপ্ত ও সাবলীল উপস্থাপনা দেখতে অনেক ক্রিকেটভক্তই ভালবাসেন। এই যেমন নরোলি মেডোজ। তিনি অস্ট্রেলিয়ার টিভি প্রেজেন্টর। একইসঙ্গে স্পোর্টস জার্নালিস্ট ধারাভাষ্যকার। ক্রিকেট ছাড়াও বাস্কেটবল, অস্ট্রেলিয়ার ফুটবল লিগেও তাঁকে দেখা যায়। এবার আইপিএলে তিনি সুনীল গাওয়াস্কর ও কেভিন পিটারসেনের সঙ্গে শো সঞ্চালক হিসাবে রয়েছেন।
advertisement
2/5
তানিয়া পুরোহিত উত্তরাখণ্ডের বাসিন্দা। মাস কমিউনিকেশনে এমএ করেছেন তিনি। অনুষ্কা শর্মা অভিনীত সিনেমা এনএইচ টেন সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছিল। নিউজ অ্যাঙ্কর দীপক ডোভালের স্ত্রী তিনি।
তানিয়া পুরোহিত উত্তরাখণ্ডের বাসিন্দা। মাস কমিউনিকেশনে এমএ করেছেন তিনি। অনুষ্কা শর্মা অভিনীত সিনেমা এনএইচ টেন সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছিল। নিউজ অ্যাঙ্কর দীপক ডোভালের স্ত্রী তিনি।
advertisement
3/5
ফিজিতে জন্ম নশপ্রিত সিংয়ের। তবে তিনি বড় হয়েছেন মেলবোর্নে। হিন্দি, ইংরেজি ছাড়াও পাঞ্জাবি ভাষায় সাবলীল তিনি। ২০১৪ সালে মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। স্ট্রিংগস নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি।
ফিজিতে জন্ম নশপ্রিত সিংয়ের। তবে তিনি বড় হয়েছেন মেলবোর্নে। হিন্দি, ইংরেজি ছাড়াও পাঞ্জাবি ভাষায় সাবলীল তিনি। ২০১৪ সালে মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। স্ট্রিংগস নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি।
advertisement
4/5
কিছুদিন আগেই জসপ্রিত বুমরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সঞ্জনা গণেশন। পুণের বাসিন্দা তিনি। পড়াশোনা ইঞ্জিনিয়ারিং নিয়ে। ক্রিকেট, ফুটবল ছাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টেও শো সঞ্চালিকা হিসাবে কাজ করেছেন। এছাড়া এমটিভি স্প্লিটসভিলা-তে প্রতিযোগী ছিলেন।
কিছুদিন আগেই জসপ্রিত বুমরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সঞ্জনা গণেশন। পুণের বাসিন্দা তিনি। পড়াশোনা ইঞ্জিনিয়ারিং নিয়ে। ক্রিকেট, ফুটবল ছাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টেও শো সঞ্চালিকা হিসাবে কাজ করেছেন। এছাড়া এমটিভি স্প্লিটসভিলা-তে প্রতিযোগী ছিলেন।
advertisement
5/5
আইপিএলের অন্যতম জনপ্রিয় মুখ মায়ান্তি লাঙ্গার এবার নেই। তিনি ব্যক্তিগত কারণে এবার আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। তাঁকে নিশ্চয়ই বহু ক্রিকেট ভক্ত মিস করছেন। তবে ভবিষ্যতে আবার তাঁর আইপিএলে অ্যাঙ্কর হিসাবে ফেরার সম্ভাবনা রয়েছে। গত মরশুমেও আইপিএলে দেখা যায়নি মায়ান্তিকে।
আইপিএলের অন্যতম জনপ্রিয় মুখ মায়ান্তি লাঙ্গার এবার নেই। তিনি ব্যক্তিগত কারণে এবার আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। তাঁকে নিশ্চয়ই বহু ক্রিকেট ভক্ত মিস করছেন। তবে ভবিষ্যতে আবার তাঁর আইপিএলে অ্যাঙ্কর হিসাবে ফেরার সম্ভাবনা রয়েছে। গত মরশুমেও আইপিএলে দেখা যায়নি মায়ান্তিকে।
advertisement
advertisement
advertisement