টসে জিতে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এম এস ধোনি। তাঁর মতো একজন অভিজ্ঞ অধিনায়ক নিশ্চয়ই ওয়াংখেড়ের উইকেটের পর্যবেক্ষণ করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেটা ম্যাচর শুরুতেই প্রমাণ হয়ে গেল।
2/ 5
মায়াঙ্ক আগরওয়াল, কে এল রাহুল ক্রিস গেইলের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় চেন্নাই। মাত্র ৩০ রানে পাঁচ উইকেট হারিয়ে মহাসমস্যায় পড়ে চেন্নাই।
3/ 5
অনেকদিন পর ফের চেনা মেজাজে চেন্নাই সুপার কিংস। তবে আলাদা করে বলতে হয় রবীন্দ্র জাদেজার কথা। এদিন তিনি কে এল রাহুলকে রান আউট করলেন। তার পর গেইলের অসাধারণ ক্যাচ ধরলেন।
4/ 5
শাহরুখ খান সময় মতো হাল না ধরলে হয়তো ১০০ রানের গণ্ডি পেরোতেও এদিন চাপে পড়ে যেত পাঞ্জাব।
5/ 5
চেন্নাইয়ের দীপক চাহার এদিন অসাধারণ বোলিং করলেন। চার ওভারে ১৩ রন দিয়ে চার উইকেট পেলেন তিনি। পাঞ্জাবের ইনিংস থামল মাত্র ১০৬ রানে।