বিছানার নিচে ১৮টি সাপের সংসার! বেডরুমে ঘুমোতে গিয়ে হতভম্ব মহিলা

Last Updated:
একটা দুটো নয়. ১৮টি সাপ বিছানার তলায়! কী করলেন এর পর সেই মহিলা!
1/5
রোজের মতো রাতে বেডরুমে ঘুমোতে গিয়েছিলেন তিনি। কিন্তু গিয়ে যা দেখলেন তাতে তাঁর ঘুম উড়ে গেল।
রোজের মতো রাতে বেডরুমে ঘুমোতে গিয়েছিলেন তিনি। কিন্তু গিয়ে যা দেখলেন তাতে তাঁর ঘুম উড়ে গেল।
advertisement
2/5
জর্জিয়ার এক মহিলা বিছানার নিচে ১৮টি সাপের সংসার দেথে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ছোট ও মাঝারি মাপের মোট ১৮টি সাপ ছিল তাঁর বিছানার নিচে।
জর্জিয়ার এক মহিলা বিছানার নিচে ১৮টি সাপের সংসার দেথে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ছোট ও মাঝারি মাপের মোট ১৮টি সাপ ছিল তাঁর বিছানার নিচে।
advertisement
3/5
ট্রিশ উইলচার (Trish Wilcher) নামের ওই মহিলা ঘুমোতে যাওয়ার আগে কার্পেটে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করেছিলেন। কাছে গিয়ে দেখেন সেটি বাচ্চা সাপ। এর পরই সন্দেহবশত তিনি খাটের তোশক তুলে দেখেন। আর তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়।
ট্রিশ উইলচার (Trish Wilcher) নামের ওই মহিলা ঘুমোতে যাওয়ার আগে কার্পেটে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করেছিলেন। কাছে গিয়ে দেখেন সেটি বাচ্চা সাপ। এর পরই সন্দেহবশত তিনি খাটের তোশক তুলে দেখেন। আর তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়।
advertisement
4/5
ওই মহিলা জানিয়েছেন, এমন ভয়ানক ঘটনার পর তাঁকে কার্ডিওলজিস্ট-এর কাছে যেতে হয়েছিল। তিনি ও তাঁর স্বামী প্রচণ্ড আতঙ্কে রয়েছেন এখনও।
ওই মহিলা জানিয়েছেন, এমন ভয়ানক ঘটনার পর তাঁকে কার্ডিওলজিস্ট-এর কাছে যেতে হয়েছিল। তিনি ও তাঁর স্বামী প্রচণ্ড আতঙ্কে রয়েছেন এখনও।
advertisement
5/5
কোনওরকমে সাপগুলিকে ধরে একটি ব্যাগে পুরে ফেলেন তাঁরা। তার পর সাপগুলিকে কাছের একটি নর্দমায় ছেড়ে আসেন তাঁরা। পরদিন সকালে তাঁদের বাড়িতে একজন সর্পবিশারদ আসেন। বাড়িতে আরও সাপ আছে কি না তা পরীক্ষা করে দেখেন তিনি।
কোনওরকমে সাপগুলিকে ধরে একটি ব্যাগে পুরে ফেলেন তাঁরা। তার পর সাপগুলিকে কাছের একটি নর্দমায় ছেড়ে আসেন তাঁরা। পরদিন সকালে তাঁদের বাড়িতে একজন সর্পবিশারদ আসেন। বাড়িতে আরও সাপ আছে কি না তা পরীক্ষা করে দেখেন তিনি।
advertisement
advertisement
advertisement