• পাকিস্তানের মাটিতে তাঁর পা দেওয়া নিয়ে বিতর্ক কম নয়নি ৷ কিন্তু সিধু রয়েছেন তাঁর আপন খেয়ালেই ৷ তাই শত বিতর্কের পরেও ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ৷ এখানেই থেমে থাকেননি ৷ আলিঙ্গন করেছেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে ৷ তারপরেই বিতর্কের আগুন আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
• তিনি নভোজ্যত সিং সিধু ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও পাঞ্জাবের মন্ত্রী ৷ বিতর্কের জবাবে অবশ্য সিধুর সাফ বক্তব্য ৷ কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি তিনি ৷ পাক প্রাক্তন ক্রিকেটার ইমরানকে নিজের ‘বন্ধু’ হিসাবে সম্বোধন করে তিনি বলেছেন, ‘‘ইমরানের খুশির ভাগীদার হতে এসেছি৷ হিন্দুস্তান জিবে, পাকিস্তান জিবে৷ আমি ইমরান সাহেবকে একটি কাশ্মীরি শাল উপহার দিয়েছি৷’’ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement
advertisement